অত্যাধুনিক অডিটোরিয়াম পাচ্ছেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা
- বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
- প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৩, ০৭:০৬ PM , আপডেট: ০৪ জানুয়ারি ২০২৩, ০৮:৪২ PM
রাজধানীর আফতাবনগরে অবস্থিত বেসরকারি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাচ্ছে অত্যাধুনিক মানের অডিটোরিয়াম। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে নতুন বছরের ফেব্রুয়ারী মাসে আধুনিক মানের এ অডিটোরিয়ামের উদ্বোধন করা হবে।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অনুষ্ঠান,জাতীয় ও আন্তর্জাতিক আলোচনা সভা, কনভোকেশন প্রোগ্রামসহ বিভিন্ন অনুষ্ঠানের জন্য নবনির্মিত অডিটোরিয়ামে পাঁচশতটি আসন রাখা রয়েছে।
আরও পড়ুন: মারামারি-সংঘর্ষে বছর পার ঢাকা কলেজের, ৪ শিক্ষক-শিক্ষার্থীর বিদায়
আধুনিক লাইটিং ও সাউন্ড সিস্টেম সমৃদ্ধ অডিটোরিয়ামে থাকছে কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা। এছাড়াও সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত অডিটোরিয়ামে রয়েছে স্বয়ংক্রিয় ফায়ার এলার্ম।
নিজেদের নিজস্ব অডিটোরিয়াম পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, অনেক দিনের স্বপ্ন ছিল ক্যাম্পাসে আধুনিক মানের একটি অডিটোরিয়াম দেখার, বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করায় আমরা তাদেরকে ধন্যবাদ জানাই৷
অডিটোরিয়াম সম্পর্কে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ জানান, আমাদের একটি আধুনিক অডিটোরিয়াম করার পরিকল্পনা বাস্তবায়ন করতে কিছুটা সময় লেগেছে। তবে কাজটি ভাল হওয়াতে এবং শিক্ষার্থীদের আনন্দে আমরাও অনেক আনন্দিত।