জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের বিশেষ বৃত্তির সুবিধা দিবে গণ বিশ্ববিদ্যালয়

০৮ ডিসেম্বর ২০২২, ০৫:৪৮ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৯ PM

© টিডিসি ফটো

গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেছেন, জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের বিশেষ বৃত্তির মাধ্যমে পড়াশুনার সুযোগ করে দেওয়া হবে।

সাফ ফুটবল জয়ী নারী খেলোয়াড়দের মধ্যে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ৪ শিক্ষার্থী এবং বঙ্গবন্ধু স্পোর্টস চ্যাম্প-২২ এর বিভিন্ন বিভাগের পুরস্কার প্রাপ্ত কৃতি শিক্ষার্থী ও খেলোয়াড়দের জমকালো আয়োজনের মধ্য দিয়ে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুর ২ টায় ক্যাম্পাসের ট্রান্সপোর্ট চত্বরে উপাচার্য ( ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গবির সিন্ডিকেট সদস্য ও ঢাকা-২০ আসনের মাননীয় সংসদ সদস্য বেনজির আহমেদ।

আরও পড়ুন: আর্জেন্টিনার জার্সি গায়ে গুলি করা ব্যক্তির পরিচয় মিলেছে

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন ও ফুল দিয়ে আগত অতিথিদের বরণ করে নেওয়া হয়। সেখানে স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার কৃষিবিদ এস তাসাদ্দেক আহমেদ। তিনি বলেন, সাফ জয়ী ৪ নারী শিক্ষার্থী যেভাবে দেশের সুনাম বয়ে এনেছে তেমনই আমাদের বিশ্ববিদ্যালয়ের সুনামও বয়ে এনেছে। বিশ্ববিদ্যালয় খেলাধুলার দিক থেকে আরো সামনে এগিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়কে খেলাধুলায় আরও সামনে এগিয়ে নিতে যাবতীয় সহায়তা করা হবে বলেও জানান তিনি।

সাফ জয়ী নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন বলেন, আমাদের এভাবে সংবর্ধনা দেয়ার জন্য আমরা সকলেই কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের এখানে পড়াশুনা করার জন্য আরও বেশি সুযোগ চাই। আমরা যারা এখানে পড়াশুনা করি তাদের ফুল ফ্রী স্কলারশিপ দেওয়ার দাবিও জানান তিনি।

প্রধান অতিথি বেনজির আহমেদ খেলোয়ারদের ধন্যবাদের সহিত কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমাদের প্রধানমন্ত্রী ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন। পাশাপাশি খেলোয়ারদের সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ার ব্যাপারেও তাগিদ দেন এবং আমরাও সেটাই চেষ্টা করি। এছাড়াও গরীব মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সাহায্য করার জন্য জানুয়ারিতে অর্থ প্রদান করার কথা জানান তিনি।

অনুষ্ঠানের সভাপতি উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেনে বলেন, আমরা শুরু থেকেই চেয়েছিলাম এরকম বড় করে একটা সংবর্ধনা দিতে এবং সেটা পেরেছি। জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের বিশেষ বৃত্তির মাধ্যমে পড়াশুনার সুযোগ করে দিবো আমরা। তাছাড়া ডা. জাফরুল্লাহ চৌধুরীর নির্দেশে খেলোয়ারদের বিশেষ সুবিধা দিবেন বলেও জানান তিনি। 

অনুষ্ঠানের শেষ অংশে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে নাচ ও গান অনুষ্ঠিত হয়। এমনই এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মঞ্জুর কাদের আহমেদ, গণস্বাস্থ্য জেন্ডার সেলের প্রধান আকলিমা খাতুন ও সকল অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দরা।

আইএসইউর উদ্যোগে এইচএসসি ও সমমান উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর…
  • ২০ জানুয়ারি ২০২৬
রাবিপ্রবির নতুন প্রক্টর ড. মোঃ ফখরুদ্দিন
  • ২০ জানুয়ারি ২০২৬
‘নির্বাচনী ইশতেহারে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার…
  • ২০ জানুয়ারি ২০২৬
হাটহাজারীতে আগুনে পুড়ল বাজারের পাঁচ দোকান
  • ২০ জানুয়ারি ২০২৬
ফেব্রুয়ারির শুরুতেই যেভাবে মিলবে টানা ৪ দিনের ছুটি
  • ২০ জানুয়ারি ২০২৬
কুমিল্লা থেকে নেয়া হচ্ছিল পিস্তল, পথে পুলিশের হাতে ধরা দুই…
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9