ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করলে পরিচয়পত্র বাতিল!

১১ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫৫ AM
বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়

বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ছাত্ররাজনীতি করলে শিক্ষার্থীদের পরিচয়পত্র বাতিলের হুমকি দিয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের হ্যাকার কমিউনিটি। শনিবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ বিষয়ে সতর্ক করে ই-মেইল পাঠিয়েছে তারা। বার্তায় গ্রুপটি বলেছেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ বা কোনো ছাত্ররাজনীতি করবেন না। কেউ ছাত্ররাজনীতিতে জড়িত হলে পরিচয়পত্র বাতিল হতে পারে।

সম্প্রতি ছাত্রলীগ প্রায় ৪০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কমিটি দিয়েছে। এ নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও উদ্বেগ তৈরি হয়েছে। অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্ররাজনীতি মেনে নেবে না বলে জানিয়েছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ও ক্যাম্পাসে রাজনৈতিক কর্মসূচি না করতে নির্দেশ দিয়েছে।

আরো পড়ুন: পুনর্গঠিত হলো মানারাত ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড

তাদের বিবৃতিতে বলা হয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় নিরপেক্ষ একটি প্রতিষ্ঠান এবং রাজনৈতিক ক্লাব বা সংগঠনের পৃষ্ঠপোষকতা করে না। বিশ্ববিদ্যালয়ে কোনো রাজনৈতিক দলে যুক্ত বা কর্মকাণ্ডে অংশ নেয়া নিষিদ্ধ। কোনো ধরনের সংগঠন প্রতিষ্ঠার আগে অনুমতি নিতে হবে। রাজনৈতিক উদ্দেশ্যে বিনা অনুমতিতে বিশ্ববিদ্যালয়ের নাম, লোগো বা স্বাক্ষর ব্যবহার করা যাবে না।

এসব কর্মকাণ্ডকে গুরুতর অপরাধ উল্লেখ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীর স্থগিতাদেশ বা বহিষ্কার বা সতর্ক করতে পারে বলে বলা হয়েছে। তবে সদস্যদের ব্যক্তিগত পছন্দ অনুযায়ী বাইরের কোনো ক্লাব বা সংস্থার সঙ্গে সম্পৃক্ত হওয়া বা সংগঠন করার স্বাধীনতা রয়েছে।

হাসনাত আবদুল্লাহর আসনে বিএনপি জোটের প্রার্থী জসিম উদ্দিন
  • ২১ জানুয়ারি ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের প্রজ্ঞাপনের প্রতিবাদে নোবিপ্রবিতে মানব…
  • ২১ জানুয়ারি ২০২৬
মব সৃষ্টি করে পরীক্ষা নিয়ন্ত্রকের দফতরে ঢুকে মারধর, ৮ কর্মক…
  • ২১ জানুয়ারি ২০২৬
সর্বনিম্ন মূল বেতন ৩৫ হাজার টাকা করে ৩১ জানুয়ারির মধ্যে পে …
  • ২১ জানুয়ারি ২০২৬
মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও কোটায় বিসিএস, ২১ জনের বিরুদ্ধে…
  • ২১ জানুয়ারি ২০২৬
সিলেটকে হতাশায় ডুবিয়ে ফাইনালে রাজশাহী
  • ২১ জানুয়ারি ২০২৬