শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষায় প্রার্থীর হাতের লেখা যাচাই হবে

প্রাথমিক শিক্ষিকা
প্রাথমিক শিক্ষিকা  © ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষায় প্রার্থীদের হাতের লেখা দেখা হবে। লিখিত পরীক্ষার খাতায় হাতের লেখার সঙ্গে মৌখিক পরীক্ষায় কোনো প্রার্থীর হাতের লেখার মিল না পেলে তার প্রার্থীতা বাতিল করা হবে।

শুক্রবার (৩ জুন) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: বিসিএস পরীক্ষা দেয়ার আগেই স্ট্রোক, ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২০-এর ১ম ও ২য় ধাপের লিখিত পরীক্ষা যথাক্রমে ২২ এপ্রিল ২০২২ এবং ২০ মে ২০২২ তারিখে অনুষ্ঠিত হয়েছে। ১ম ধাপের লিখিত পরীক্ষার ফলাফল ১২ মে ২০২২ তারিখে প্রকাশিত হয়েছে। ৩য় ধাপের লিখিত পরীক্ষা আগামী ০৩ জুন ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা গ্রহণের সময় প্রার্থীগণ ওএমআর শীটের Textbox-এ ইংরেজি ও বাংলায় ২টি অনুচ্ছেদ স্বহস্তে লিখেছেন। মৌখিক পরীক্ষার সময় তাঁদের হাতের লেখা যাঁচাই করা হবে। যাঁচাইকালে Textbox-এ ইংরেজি ও বাংলায় লেখা হাতের লেখার সাথে মিল পাওয়া না গেলে প্রার্থীতা বাতিলসহ তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’’


সর্বশেষ সংবাদ