২১ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছেন প্রাথমিক শিক্ষা পদক

  © লোগো

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৯-এর জন্য নির্বাচিত হয়েছেন ২১ ব্যক্তি ও প্রতিষ্ঠান। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয় থেকে নির্বাচিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম প্রাথমিক অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে পাঠানো হয়েছে। এখন মহাপরিচালক পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করবেন। শিগগিরই এ পদক নির্বাচিতদের হাতে তুলে দেওয়া হবে।

এ বছর প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার স্বাবলম্বী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. শহিদুল ইসলাম, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নওগাঁ সদর উপজেলার কীর্ত্তিপুর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফাতেমা খাতুন, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক গাজীপুরের কাপাসিয়া উপজেলার নলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এস এম শফিকুল আলম, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রাজধানীর মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খায়রুন নাহার লিপি, শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় টাঙ্গাইলের মির্জাপুরের বাইমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ স্কুল ম্যানেজিং কমিটি (এসএমসি) সভাপতি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার দেওয়ান শামসুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ডা. হরিপদ রায়, শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী খুলনার কয়রা উপজেলার কয়লাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এস এম হুসাইন বিল্লাহ, শ্রেষ্ঠ কাব শিক্ষক পাবনার ঈশ্বরদী উপজেলার আরামবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. নওশের আলী, শ্রেষ্ঠ কর্মচারী মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা শিক্ষা অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. আবু বক্কার সিদ্দিক, শ্রেষ্ঠ সহকারী ইউআরসি/টিআরসি ইনস্ট্রাক্টর নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার মো. আবু সাঈদ ভূঁইয়া, শ্রেষ্ঠ ইউআরসি/টিআরসি ইনস্ট্রাক্টর নেত্রকোনা সদর উপজেলার নুরজাহান বেগম বিউটি, শ্রেষ্ঠ সহকারী উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তা ঝিনাইদহের মহেশপুর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আসাদুজ্জামান, শ্রেষ্ঠ উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তা গাজীপুরের কালিয়াকৈর উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম, শ্রেষ্ঠ প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) লালমনিরহাট পিটিআই, শ্রেষ্ঠ পিটিআই ইনস্ট্রাক্টর কপবাজার পিটিআইর মো. নুরুল আলম, শ্রেষ্ঠ পিটিআই সুপারিনটেনডেন্ট ময়মনসিংহ পিটিআইর রাকিবুল ইসলাম তালুকদার, শ্রেষ্ঠ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) মাগুরার ডিপিইও কুমারেশ চন্দ্র গাছি, শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনামগঞ্জ সদর উপজেলার ইউএনও ইয়াসমিন নাগার রুমা, শ্রেষ্ঠ জেলা প্রশাসক (ডিসি) টাঙ্গাইলের ডিসি মো. শহীদুল ইসলাম, শ্রেষ্ঠ উপজেলার পরিষদ চেয়ারম্যান পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম এবং ঝরে পড়ার হার উল্লেখযোগ্যভাবে কমাতে সক্ষম হয়েছেন, এমন প্রধান শিক্ষক হিসেবে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ দেব পদক পেতে যাচ্ছেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিবছর ফেব্রুয়ারি-মার্চ মাসের মধ্যে এ পদক দেওয়া হয়ে থাকে। এ বছর করোনা সংক্রমণের কারণে এ অনুষ্ঠানের আয়োজন করা যায়নি। এদিকে বছর শেষ হয়ে আসার ২০২০ সালের পদকের মূল্যায়ন কার্যক্রমও শিগগির শুরু করে।


সর্বশেষ সংবাদ