১ম, ২য় ও ৩য় ধাপে জাতীয়করণকৃত ২৭টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের নামের খসড়া তালিকা প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আজ বুধবার মন্ত্রণালয়ের উপসচিব নাজমা শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, খসড়া তালকায় প্রকাশিত শিক্ষকদের নামের কোন সংশোধন থাকলে এবং কোন শিক্ষকের নামে নিয়োগ সংক্রান্ত মামলা আছে কিনা তা আগামী ১০ নভেম্বরের মধ্যে মন্ত্রণালয়ে জানাতে হবে। শিক্ষকদের নাম এসএসসির সনদ অনুযায়ী সংশোধন হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
খসড়া তালিকা দেখতে এখানে ক্লিক করুন