সাবেক ঢাবি অধ্যাপক নাজমুল করিমের মৃত্যুতে ইশা আন্দোলনের শোক

০৭ মে ২০২০, ০৪:৪৮ PM

© টিডিসি ফটো

ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. নাজমুল করিম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।

আজ বৃহস্পতিবার ইশা আন্দোলনের বার্তা প্রেরক কে এম শরীয়াতুল্লাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে শোক জানিয়েছেন কেন্দ্রীয় সভাপতি এম. হাছিবুল ইসলাম।

সভাপতি এম. হাছিবুল ইসলাম বলেন, স্যার মৃত্যুর পূর্ব পর্যন্ত সুনামের সাথে বেসরকারী বিশ্ববিদ্যালয় ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্যের দায়িত্ব পালন করেছেন। গত তিনদিন পূর্বে তিনি করোনা উপসর্গ নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। আজ সকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় স্যার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ একজন মেধাবি অভিভাবককে হারিয়েছে।

তিনি বলেন, স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুবই জনপ্রিয় এবং নন্দিত একজন শিক্ষক ছিলেন। আমরা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। দোয়া করছি মহান আল্লাহ তায়ালা স্যারকে জান্নাতের জন্য কবুল করুন।

এর আগে আজ বৃহস্পতিবার সকালে নভেল করোনাভাইরাসের আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান তিনি। 

সাজেশনের নামে ভাইবার আগে টাকা আদায়ের অভিযোগ
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপির ইশতেহারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য য…
  • ৩০ জানুয়ারি ২০২৬
শীত নিয়ে যে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস
  • ৩০ জানুয়ারি ২০২৬
রুয়েটে আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন 
  • ৩০ জানুয়ারি ২০২৬
আইইএলটিএস-জিআরই পরীক্ষায় অংশগ্রহণে সহজ শর্তে ঋণ দিতে চায় এন…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যা বললেন জামায়াত আমির
  • ৩০ জানুয়ারি ২০২৬