করোনা: হটলাইনে স্বাস্থ সেবা দিচ্ছে জিয়াউর রহমান ফাউন্ডেশন

  © টিডিসি ফটো

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস বাংলাদেশেও মহামারির রূপ নিচ্ছে। আতঙ্কিত হয়ে পড়ছে সাধারণ মানুষ। এ পরিস্থিতিতে জনসাধরণের সঙ্গে মুঠোফোনে যুক্ত থেকে চিকিৎসা সহায়তার কথা জানিয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন।

শুক্রবার বিকেলে ফাউন্ডেশনটির নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের এই ক্রান্তিকালে সারা পৃথিবী যখন এক ভয়াল ভাইরাসে আক্রান্ত, মানুষ যখন ভীতসন্ত্রস্ত, অসহায়, সাহায্যের জন্য মুখাপেক্ষী ঠিক তখনই জিয়াউর রহমান ফাউন্ডেশনের একদল অকুতোভয় চিকিৎসক ও বিশেষজ্ঞ চিকিৎসকগণ দ্বারা জরুরী স্বাস্থ্যসেবার উপদেশ দিতে আপনার পাশে থাকবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, তারেক রহমানের বিশেষ নির্দেশনায় আপনাদের পাশে ফাউন্ডেশনটির স্বাস্থ্যসেবা টিম প্রস্তুত থাকবে। আপনার স্বাস্থ্যসেবা যেকোনো জরুরী প্রয়োজনে নিম্নলিখিত হটলাইন নম্বরে ফোন করুণ। বিশেষ কোনো সেবার প্রয়োজন হলে হটলাইনে সেবা দানকারী চিকিৎসকগণ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকগণের সমন্বয়ে গঠিত টিমের সাথে যোগাযোগের ব্যবস্থা করে দিবেন।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইতোমধ্যে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল টিম গঠন করেছে।

করোনাভাইরাস সংক্রমণ এখন বিশ্বে মহামারী এ ব্যবস্থায় ঘরে অবস্থানই হতে পারে একমাত্র প্রতিষেধক, কিন্তু ঘরে অবস্থানকালে করোনাভাইরাস সংক্রমণের উপসর্গ যেমন- হাঁচি, কাশি, সর্দি, জ্বর, শ্বাসকষ্ঠ অথবা অন্য কোন স্বাস্থ্যগত সমস্য দেখা দেয় তখন আতঙ্কিত না হয়ে ফোন করুন নিচের ফোন নম্বর গুলোতে যোগাযোগ করতে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

চিকিৎসকেরা সন্ধা ০৭:০০ টা থেকে রাত ১১:০০ টা পর্যন্ত ফোনে জনসাধারণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন। প্রয়োজনে তারা আপনাকে বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে ফোনে পরামর্শ করার ব্যবস্থা করে দিবেন।

হটলাইন যোগাযোগের ফোন নম্বরসমূহ- ০১৮৯০৩০৯৮৯৩, ০১৭৯৯৪১৬৯৫৯, ০১৮৭৭৭০০০২০, ০১৭৫৮০৮৭৩০০, ০১৭৯০৭৪৯২৭৭, ০১৬২৪০১২২৩০, ০১৫৩১৭৪৫৯৩৪, ০১৭০৬২৪৩৪৮০, ০১৭৫১১৫৪২৫৩, ০১৩১৫৮৭৪১৬১, ০১৭১৫০৬৪৫৭২, ০১৭০১৩৩৮৮৩৩, ০১৭৩৬৫৮১৩৪০, ০১৬৮১২০৭৮৮৭, ০১৭০৬৮৯৪১৬৮, ০১৯৬০৮০৪০৪৩, ০১৯২৩৪২৪৪৪৪, ০১৩১২২৭৮৬০৭, ০১৭৪২১২১০১১, ০১৭৫৩১০৪৪২৪, ০১৮১৮৯৯১৬৬৬, ০১৭০৩২৩০১৬৬, ০১৩০৩০৭৯৩৯৪, ০১৭৫২৬৯৮২৮৫, ০১৫২১১০৪৭৮১।


সর্বশেষ সংবাদ