রাষ্ট্রের সর্বক্ষেত্রে বাংলা ভাষার সঠিক ব্যবহারের দাবি মুক্তিযুদ্ধ মঞ্চের

  © টিডিসি ফটো

উচ্চ আদালতসহ রাষ্ট্রের সর্বক্ষেত্রে বাংলা ভাষার সঠিক ব্যবহার নিশ্চিতসহ ৩ দফা দাবিতে মানববন্ধন করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আল মামুনের সঞ্চালনায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

তাদের ৩ দফা দাবি হল- উচ্চ আদালতসহ সর্বক্ষেত্রে বাংলা ভাষার সঠিক ব্যবহার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রাতিষ্ঠানিক শহিদ মিনার নির্মাণ ও দেশের সকল শহিদ মিনারগুলোর পাশে ভাষা শহিদ স্মৃতি জাদুঘর নির্মাণসহ এসবের যথাযথভাবে সংরক্ষণ করতে হবে।

মানববন্ধনে মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আল মামুন বলেন, ‘২০১৪ সালে মহামান্য হাইকোর্ট রায় দেয়ার পরেও মাতৃভাষা বাংলা রাষ্ট্রের সর্বক্ষেত্রে সঠিকভাবে ব্যবহার হচ্ছে না। এমনকি উচ্চ আদালতের অধিকাংশ রায়গুলোও ইংরেজিতে দেয়া হচ্ছে যা অত্যন্ত দুঃখজনক।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় নিজস্ব প্রাতিষ্ঠানিক শহিদ মিনার নেই। ১৯৭২ সালে ঢাবির মল চত্বরে তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. মোজাফফর আহমেদ ঢাবির প্রাতিষ্ঠানিক শহীদ মিনার নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করলেও আজ পর্যন্ত শহীদ মিনার বা কোন স্মৃতিস্তম্ভ নির্মিত হয়নি। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শহীদ মিনার নির্মাণের নির্দেশ থাকলেও আজ পর্যন্ত অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই।

তিন দফা দাবি বাস্তবায়ন না করলে খুব শীঘ্রই মুক্তিযুদ্ধ মঞ্চ শহীদ মিনারে অনশন কর্মসূচি পালন করা শুরু করবে বলেও জানান সাধারণ সম্পাদক আল মামুন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্য, কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক শুভ্র আক্তার, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম জয়সহ প্রমুখ নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence