নওগায় নির্বাচনী জনসভায় তারেক রহমান

ভোটাধিকার হরনকারীরা দেশ থেকে পালিয়ে গেলেও আরেকটি দলের ষড়যন্ত্র শেষ হয়নি

২৯ জানুয়ারি ২০২৬, ০৯:০৫ PM , আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬, ০৯:০৮ PM
নওগায় নির্বাচনী জনসভায় তারেক রহমান

নওগায় নির্বাচনী জনসভায় তারেক রহমান © সৌজন্যে প্রাপ্ত

ভোটাধিকার হরনকারীরা দেশ থেকে পালিয়ে গেলেও আরেকটি দলের ‘ভোট ডাকাতির ষড়যন্ত্র শেষ হয়নি’ বলে নেতাকর্মী ও ভোটারদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, একটি দলের ষড়যন্ত্র, ওই ষড়যন্ত্র কিন্তু এখনও শেষ হয়নি। একটা পক্ষ তো পালিয়ে গিয়েছে দেশ থেকে। কিন্তু আরেকটা পক্ষ আছে যারা, এই দুই পক্ষ আবার আগে থেকে একসঙ্গেই ছিল। এই দুই পক্ষ কিন্তু বিভিন্ন সময় একসঙ্গেই ছিল। তলে তলে একসঙ্গেই ছিল।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় নওগাঁ জেলার এটিম মাঠে এক বিশাল নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যান ভোটারদের সজাগ থাকার আহ্বান জানানোর পাশাপাশি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে এই নির্বাচনী জনসভায় নওগাঁ ও পাশ্ববর্তি জয়পুরহাট জেলার বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী এবং নেতাকর্মীরা অংশ নেন। মুফতি রাশেদ ইলিয়াস হোসেনের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এই জনসভা শুরু হয়। 

এর আগে দুপুরে রাজশাহী নগরীর মাদ্রাসা মাঠে সমাবেশ করে সড়কপথে সন্ধ্যায় ৬টা ১০ মিনিটে নওগাঁ আসেন তারেক রহমান। তিনি মঞ্চে উঠলে হাজার হাজার নেতা-কর্মী করতালি দিয়ে তাদের নেতাকে স্বাগত জানায়।

তারেক রহমান বলেন, গত ১৬ বছরেও আপনারা মাঠে ঘাটে কোথাও ওদেরকে পেয়েছেন, আন্দোলন সংগ্রামে তাদেরকে পেয়েছেন? কোথাও ছিল না। ওই ভেতরে ভেতরে কিন্তু তাদের সাথেই ছিল এরা। এখন এরা আবার ষড়যন্ত্র শুরু করছে বিভিন্ন রকম। এখন আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। যাতে ষড়যন্ত্র করে আপনাদের ভোট এদিক-ওদিক না করে। 

তিনি বলেন, ব্যালেট বাক্স পাহারা দিতে হবে। ২০০৮ সালে কি হয়েছিল মনে আছে? ২০০৮ সালে কিন্তু ওই যে ম্যাজিক, এই আছে, এই নাই। একবার খালি বাক্স দেখায়, আবার ভরা বাক্স দেখাইতেছে, মনে আছে তো? কাজেই এই ব্যাপারে সতর্ক থাকতে হবে আপনাদেরকে।

নওগাঁ ও জয়পুরের ভোটারদের সকালে অর্থাৎ ১২ ফেব্রুয়ারি ভোটের দিন তাহাজ্জুদ নামাজ আদায় করে ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের নামাজ আদায় করে লাইন দাঁড়ানোর আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, ভোট কেন্দ্র খুললে লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়া আরম্ভ করবেন, ঠিক আছে? 

তিনি বলেন, আর খেয়াল রাখবেন যারা ষড়যন্ত্র করছে এরা আবার ২০০৮ সালের মত আরেকটি ষড়যন্ত্র করছে ওই যে এটা আমরা এই ষড়যন্ত্র আমরা যেই তথাকথিত যে আমি-ডামি নির্বাচন, নিশি রাতের নির্বাচন তখন আমরা দেখেছি, যে লাইন দিয়ে থাকে কিন্তু লাইন আগায় না দেখছেন না, ভেতরে সিল মারছে; এগুলোর ব্যাপারে সতর্ক থাকতে হবে।
‘জনগনের ভাগ্য বদলাতে চাই’

ধানের শীষের প্রার্থীদের পক্ষে ভোট চেয়ে তারেক রহমান বলেন, গত ১৬ বছর আপনাদের এলাকার কোন উন্নতি হয়নি, গত ১৬ বছর বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি, গত ১৬ বছর বাংলাদেশের কোন উন্নয়ন হয়নি। হ্যাঁ, ঢাকা শহরসহ কয়েকটি শহরে কিছু কিছু বড় বড় ফ্লাইওভার হয়েছে,  কিছু কিছু বড় বড় দালান হয়েছে। মেগা প্রজেক্ট হয়েছে। কিন্তু মেগা প্রজেক্ট মানেই মেগা দুর্নীতি হয়েছে।

তিনি বলেন, আমরা চাই, গ্রামের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে। আমরা চাই জেলা শহরের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে। আমরা চাই উপজেলা শহরের উপজেলার মানুষের ভাগ্যের পরিবর্তন করতে।  আমরা চাই আমাদের ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার নিশ্চিত করতে। আমরা চাই আমাদের নারীদের, মা-বোনদের স্বাবলম্বী করতে। আমাদের বেকার যুবক-তরুণ যারা আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে। আমরা চাই দেশের মানুষের জন্য একটি নিরাপদ পরিস্থিতি তৈরি করতে যেখানে মানুষ নিরাপদে হাঁটাচলা করবে। নিরাপদে ব্যবসা-বাণিজ্য করবে, রাতে নিরাপদে ঘরে যাতে ঘুমাতে পারে। 

তারেক বলেন, সেই পরিস্থিতি তৈরি করতে চাই ইনশাআল্লাহ। সেই পরিস্থিতি তৈরি করতে হলে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। জনগণ যদি পাশে থাকে কেউ আটকে রাখতে পারবে না। বিএনপি সকল সময় একটি স্লোগান দেয়, কি সেই স্লোগান? জনগণই সকল ক্ষমতার উৎস। কারণ বিএনপি জানে বিএনপির সাথে জনগণ আছে। বিএনপি জানে জনগণই হচ্ছে বিএনপির সকল ক্ষমতার উৎস, সকল শক্তির উৎস। সেই জন্যই জনগণ ছিল বলেই জনগণ গত ১৭ বছর ধরে বিএনপির সাথে জনগণ ছিল বলেই বিএনপি এত অত্যাচার নির্যাতনের মধ্যে আজও টিকে আছে এবং যে বিএনপি টিকে আছে তার প্রমাণ হচ্ছে এই যে, হাজারো লক্ষ মানুষ আজকের এই মিটিং উপস্থিত হয়েছে।

নওগাঁ রেললাইন স্থাপন, কৃষি পণ্যের সংরক্ষণের জন্য হিমাগার শিল্প স্থাপনে উদ্যোক্তাদের বিশেষ সুবিধা প্রদানসহ বিভিন্ন দাবির পুরণ করতে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান।

নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিকী নান্নুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপনের সঞ্চালনায় নওগাঁর ৬টি আসনের প্রার্থী সামসুজ্জোহা, জাহেদুল ইসলাম ধলু, শেখ রেজাউল ইসলাম, একরামুল বারী টিপু, মোস্তাফিজুর রহমান এবং জয়পুর হাটের দুই প্রার্থী আব্দুল বারী ও মাসুদ রানা প্রধান বক্তব্য রাখেন।

এছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতা শাহীন শওকত, এএইচএম ওবায়দুর রহমান চন্দন, এমএ মতিন, মাহবুবুর রহমান, কেন্দ্রীয় বিএনপি ও রাজশাহী বিভাগ বিএনপি সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, রাজশাহী বিভাগ বিএনপি সহ-সাংগঠনিক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দ, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান প্রমুখ বক্তব্য রাখেন।

শিশির মনিরের নির্বাচনী প্রচারের গাড়িতে ভাঙচুর
  • ২৯ জানুয়ারি ২০২৬
জবির ‘বি’ ইউনিটের এডমিট কার্ড ডাউনলোড করতে না পারা শিক্ষার্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
বাবরের ব্যর্থতার ম্যাচে ২৬৫০ দিন পর অস্ট্রেলিয়াকে হারাল পাক…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলন পাবনার সভাপতি
  • ২৯ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানালেন বিএনপি নেতা
  • ২৯ জানুয়ারি ২০২৬
নজরুল কলেজ পরীক্ষাকেন্দ্রে ব্যাপক নকলের অভিযোগ সোহরাওয়ার্দ…
  • ২৯ জানুয়ারি ২০২৬