পাটোয়ারীদের এত ভয় পাওয়ার কারণ কী, প্রশ্ন হাসনাতের

২৭ জানুয়ারি ২০২৬, ০১:৫৬ PM , আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬, ০২:৩৮ PM
হাসনাত আবদুল্লাহ ও নাসিরুদ্দিন পাটোয়ারী

হাসনাত আবদুল্লাহ ও নাসিরুদ্দিন পাটোয়ারী © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ দাবি করেছেন, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারীর ওপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) নিজের ফেসবুক একাউন্টে দেওয়া এক পোস্টে হাসনাত আবদুল্লাহ এ অভিযোগ করেন।

স্ট্যাটাসে তিনি লেখেন, হাবিবুল্লাহ বাহার কলেজের সামনে ছাত্রদল পরিচয়ধারীরা নাসিরুদ্দিন পাটোয়ারীর ওপর হামলা চালিয়েছে। পোস্টে তিনি নাসিরুদ্দিন পাটোয়ারীকে ‘বিগত ফ্যাসিবাদবিরোধী সময়ের বিপ্লবী যোদ্ধা’ হিসেবে উল্লেখ করেন।

ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ লেখেন, ‘পাটোয়ারীদের এত ভয় পাওয়ার কারণ কী? বিরোধী মতকে সহ্য করতে না পেরে হামলে পড়ার চর্চা এত দ্রুত শুরু করলেন আপনারা! এটা কি আপনাদের প্ল্যানের অংশ?’

তিনি ঢাকা-৮ আসনের ভোটারদের উদ্দেশে বলেন, এবার জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে—ফ্যাসিস্ট হাসিনার আমলে শত কোটি টাকা বানানো, নেতা-কর্মীদের রক্তের ওপর বসে আঁতাতে ব্যবসা টিকিয়ে রাখা ব্যক্তিদের সংসদে পাঠাবেন কি না।

023

পোস্টে আরও লেখা হয়, যারা একজন এমপি প্রার্থীর প্রতিও সহিষ্ণু আচরণ দেখাতে পারে না, তারা জনগণের হকের প্রতি কীভাবে ইনসাফ করবে—সে প্রশ্নও তোলেন তিনি।

এ সময় দেশবাসীর উদ্দেশে আহ্বান জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, গুন্ডা-পান্ডার অভিভাবক ও লুটেরা-মাফিয়াদের হাতে যেন দেশের ভবিষ্যৎ তুলে দেওয়া না হয় এবং নিজেদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় সবাইকে সচেষ্ট হতে বলেন।

আরও পড়ুন: জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দল

এর আগে একই দিন দুপুর ১২টার দিকে পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে নাসিরুদ্দিন পাটোয়ারী হাবিবুল্লাহ বাহার কলেজে আয়োজিত একটি পিঠা উৎসবে অতিথি হিসেবে অংশ নিতে যান। সেখানে ছাত্রদল পরিচয়ে ‘ধানের শীষ’ স্লোগান দিয়ে তার ওপর হামলা চালানো হয় বলে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে অভিযোগ করেন নাসিরুদ্দিন পাটোয়ারী।

নিজের ফেসবুক পোস্টে নাসিরুদ্দিন পাটোয়ারী লেখেন, শান্তিনগর হাবিবুল্লাহ বাহার কলেজে ছাত্র নামধারী সন্ত্রাসীরা ঢাকা-০৮ আসনের সংসদ সদস্য প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারীর ওপর অতর্কিত হামলা চালায়।

তিনি আরও লেখেন, এ সময় তার দিকে ডিম, পচা পানি এবং ইট-পাটকেল নিক্ষেপ করা হয় এবং হামলাকারীরা ‘ধানের শীষ ধানের শীষ’ স্লোগান দেয়। ঘটনার প্রতিবাদে সেখানে প্রতিবাদ মিছিল চলছিল বলেও তিনি উল্লেখ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গণসংযোগ চলাকালে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়ে নাসিরুদ্দিন পাটোয়ারীকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন। একপর্যায়ে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে ওই এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

এ সময় নাসিরুদ্দিন পাটোয়ারী অভিযোগ করেন, একটি গণতান্ত্রিক নির্বাচনে সবার সমানভাবে প্রচারণা চালানোর অধিকার থাকলেও তাদের কর্মসূচিতে পরিকল্পিতভাবে বাধা দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি তার ওপর হামলার অভিযোগও করেন।

‘পে স্কেল দেবে না অন্তর্বতী সরকার’ বক্তব্যের প্রতিবাদে যা ব…
  • ২৭ জানুয়ারি ২০২৬
দারাজ বাংলাদেশে চাকরি, কর্মস্থল ঢাকা
  • ২৭ জানুয়ারি ২০২৬
একনজরে দেখুন ৩০০ আসনে বিএনপি-জামায়াতের প্রার্থী তালিকা
  • ২৭ জানুয়ারি ২০২৬
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিক্রিয়ায় যা বললেন মির্…
  • ২৭ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা
  • ২৭ জানুয়ারি ২০২৬
পাহাড়ের ভোট কার দিকে যাচ্ছে?
  • ২৭ জানুয়ারি ২০২৬