ধানের শীষে আস্থা রাখলে জনগণের প্রত্যাশিত পরিবর্তন হবে: তারেক রহমান

২৫ জানুয়ারি ২০২৬, ০২:৫৭ PM
চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনী মহাসমাবেশে বক্তব্য দিচ্ছেন তারেক রহমান

চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনী মহাসমাবেশে বক্তব্য দিচ্ছেন তারেক রহমান © টিডিসি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা গণতন্ত্র, বাক স্বাধীনতাকে মূল্য দেন, তারা ধানের শীষের ওপর আস্থা রাখুন। ধানের শীষ বিজয়ী হলে অতীতের মতোই জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে। সব সময় আমি বলি, করবো কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।

রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনী মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারম্যান এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘আজকের বিশাল জনসভা এক পরিবর্তনের প্রতীক। চট্টগ্রাম সেই শহর, যেখান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই শহরের সঙ্গে আমার পরিবারের আবেগ জড়িয়ে আছে। ১৯৭১ সালে দেশ স্বাধীন হয়েছিল, সেই স্বাধীনতাকে রক্ষা করেছে ২০২৪ সালের ছাত্রজনতার আন্দোলন। গত ১৬ বছরে দেশের মানুষ রাজনৈতিক ও অর্থনৈতিক, বাক স্বাধীনতা থেকে বঞ্চিত ছিল। জনগণ এখন পরিবর্তন চায়, যা নিরাপত্তা নিশ্চিত করবে, ব্যবসা-বাণিজ্য ও চলাফেরা সহজ করবে এবং মানুষের মৌলিক অধিকার রক্ষা করবে।’

তিনি বলেন, বিএনপি যতবার ক্ষমতায় এসেছে, সাধারণ মানুষের জন্য কাজ করেছে। সরকারের অগ্রাধিকার থাকবে, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, দুর্নীতি নির্মূল করা, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং নারীর ক্ষমতায়ন। গ্রামের মানুষের জন্য এক লাখ হেলথকেয়ারার নিয়োগ, প্রতিটি পরিবারে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার মাধ্যমে সেবা নিশ্চিত করা হবে।

বিএনপির চেয়ারম্যান বলেন, ‘বিগত সময়ে যারা অনৈতিক কাজ করেছে, তাদের ছাড় দেওয়া হয়নি। বিএনপি ক্ষমতায় এলে আইনশৃঙ্খলা কঠোরভাবে নিশ্চিত করা হবে, যাতে দেশের খেটে খাওয়া মানুষ নির্বিঘ্নে চলাফেরা ও জীবিকা নির্বাহ করতে পারে। দুর্নীতির টুঁটি আমরা কোনো মূল্যে ছাড় দেব না। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত বিএনপি সরকারের কাজ জনগণের চোখে প্রমাণিত। আইন সকলের জন্য সমান, এই নীতি আমরা বজায় রেখেছি।’

তিনি আরও বলেন, ‘এই নির্বাচন শুধুই সমালোচনার জন্য নয়। আমাদের লক্ষ্য জনগণের ভাগ্য পরিবর্তন। বাংলাদেশের অর্ধেক জনগণ তরুণ ও যুবক, যারা কর্মসংস্থান চায়। আমরা চাই নিরাপদ পরিবেশে ব্যবসা-বাণিজ্য সম্ভব হোক। নারীদের স্বাবলম্বী করা, স্বাস্থ্যসেবা সহজলভ্য করা, এসব আমাদের পরিকল্পনার অংশ।’

শিল্পকলা একাডেমিতে ইউএপি ড্রামা ক্লাবের ‘পোস্টমর্টেম’ নাটকে…
  • ২৫ জানুয়ারি ২০২৬
অফিসার নিয়োগ দেবে অলিম্পিক, আবেদন শেষ ৩১ জানুয়ারি
  • ২৫ জানুয়ারি ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে কী করবেন ক্রিকেটাররা?
  • ২৫ জানুয়ারি ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জানুয়ারির বেতন নিয়ে মাউশির জর…
  • ২৫ জানুয়ারি ২০২৬
দেশের উচ্চশিক্ষা পদ্ধতির ভবিষ্যৎ নিয়ে জরিপ করছে জাতীয় বিশ্ব…
  • ২৫ জানুয়ারি ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপে নেই বাংলাদেশ, নেপথ্যে যা যা ঘটল
  • ২৫ জানুয়ারি ২০২৬