আফরোজা খানম © সংগৃহীত
দ্বৈত নাগরিকত্ব জটিলতায় মানিকগঞ্জ-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী আফরোজা খানমের মনোনয়নপত্র স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সেই সঙ্গে আগামীকাল রবিবার আবার শুনানি হবে বলে জানায় ইসি।
আজ শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৫টা ২০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনের বেইজমেন্ট-২ এর অডিটোরিয়ামে শুনানি শেষে এ ঘোষণা দেয় ইসি।
এর আগে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে আফরোজা খানমের মনোয়নপত্র কেন বাতিল করা হবে না এজন্য ইসিতে আপিল করেছিলেন একই আসনে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতা।