এবি জুবায়ের © সংগৃহীত
যুক্তরাজ্যের বাংলাদেশ সহকারী হাইকমিশনে নিয়োগের বিষয়ে ওসমান হাদির বড় ভাই ওমর বিন হাদি কিছু জানেন না বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা বিষয়ক সম্পাদক এবি জুবায়ের। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) ওমর বিন হাদির বরাত দিয়ে এক ফেসবুক পোস্টে এমন তথ্য জানিয়েছেন তিনি।
ফেসবুক পোস্টে এবি জুবায়ের লিখেছেন, ‘হাদি ভাইয়ের বড়ো ভাই ওমর ভাইয়ের সাথে কথা হয়েছে। নিয়োগের প্রজ্ঞাপন কেন দেওয়া হয়েছে তার জানা নেই। সরকারের কাছে তিনি শুধু নিরাপত্তা চেয়েছিলেন। এর প্রেক্ষিতে সরকার তাকে গানম্যান এবং গাড়ি দিয়েছে। এর বাইরে বিচার ছাড়া আর কিছু চাওয়ার নেই তার বা তাদের পরিবারের।’
ওমর বিন হাদি এখন দেশে নাই উল্লেখ করে তিনি লিখেছেন, ‘দেশে ফিরে ইনকিলাব মঞ্চ এবং সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করে পরবর্তী বিষয়ে পদক্ষেপ নিবেন বলে জানিয়েছেন। অযথা এখনই ওমর ভাইকে দোষারোপ না করি।’
এর আগে ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘রাষ্ট্রের কাছে আমি এবং আমার সন্তানের একমাত্র দাবি আমার স্বামী শহীদ ওসমান হাদি হত্যার বিচার। জাগতিক সকল চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে ওসমান হাদি হত্যার ন্যায়বিচার।’
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা। প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে ৩ বছর মেয়াদে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে তাকে। শর্ত হিসেবে বলা হয়েছে, যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে তাকে।