জরুরি বৈঠকে বসেছেন জামায়াতসহ ১০ দল © টিডিসি ফটো
দীর্ঘ নাটকীয়তার পর শেষমেশ ১১ দলীয় জোট ছেড়ে বের হয়ে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আসন সমঝোতা নিয়ে সৃষ্ট জটিলতা দফায় দফায় আলোচনার পরও সমাধান না হওয়ায় দলটি এখন ভিন্ন পথে হাঁটার জোরালো ইঙ্গিত দিয়েছে। এমন পরিস্থিতিতে উদ্ভূত সংকট মোকাবিলায় এবং জোটের ভবিষ্যৎ নির্ধারণে জরুরি বৈঠকে বসেছেন জামায়াতসহ বাকি ১০ দলের শীর্ষ নেতারা।
আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠকে বসেন জোটের শীর্ষ নেতারা।
বৈঠকে থাকা এক নেতা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা এখনো মিটিংয়ে আছি। বৈঠক চলমান থাকায় কোনো সিদ্ধান্ত জানানো যাচ্ছে না।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো নেতা আছে কিনা এমন প্রশ্নের উত্তরে ওই নেতা বলেন, যেহেতু বৈঠক চলমান তাই বিষয়টি নিয়ে এখনই কিছু বলতে পারছি না। বৈঠক শেষে বিস্তারিত জানানো হবে।
বৈঠকের বিষয়ে জানতে ইসলামী আন্দোলন বাংলাদেশের একাধিক নেতাকে কল করা হলেও তারা রিসিভ করেননি।
বৈঠকে উপস্থিত আছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ড.সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক, এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম, বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, খেলাফত মজলিশের মহাসচিব আহমাদ আব্দুর কাদের প্রমুখ।