ছাত্রশক্তির কমিটি
ফিরোজ আহম্মেদ হীরা © সংগৃহীত
জাতীয় ছাত্রশক্তি জামালপুর জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণার ১ ঘন্টা না পেরোতেই সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ফিরোজ আহম্মেদ হীরা।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে জাতীয় ছাত্র শক্তির ভেরিফায়েড ফেসবুক পেজে জামালপুর জেলা শাখার ৫৬ সদস্যের আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়। কমিটি ঘোষণার অল্প সময়ের মধ্যেই নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
নবগঠিত কমিটিতে আমিনুল ইহসানকে আহ্বায়ক, আহাদ হোসেনকে সদস্য সচিব এবং ফিরোজ আহম্মেদ হীরাকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে ঘোষণা করা হয়।
পদত্যাগের ব্যাখ্যায় ফিরোজ আহম্মেদ হীরা বলেন, আমি মতাদর্শিক ভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী এবং উল্লেখ্য উক্ত কমিটি বিষয়ে আমাকে পূর্বে থেকে কোন কিছু না জানিয়ে এবং আমার পক্ষ থেকে কোন ধরনের ক্লিয়ারেন্স না নিয়েই কমিটিতে আমার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। আমি এই প্রেস রিলিজ এর মাধ্যমে জানাচ্ছি যে জাতীয় ছাত্র শক্তির জামালপুর জেলার উপরোক্ত কমিটির সাথে আমার কোন ধরনের সম্পর্ক নাই এবং আমি উপরোক্ত কমিটির এবং সকলের উপর সম্মান রেখে অনুরোধ করছি যেন আমাকে উক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেয়।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ফিরোজ রহমান হীরা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমি এই কমিটি সম্পর্কে কিছুই জানতাম না। হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে কমিটি দেখে বিস্মিত হই। আমাকে না জানিয়ে পদ দেওয়া হয়েছে বলেই সঙ্গে সঙ্গে পদত্যাগ করেছি।
উল্লেখ্য, ২০২৪ সালের আন্দোলনের সময় পুলিশের হাতে গ্রেফতার হয়ে ২১ দিন কারাভোগ করেন ফিরোজ রহমান হীরা। সরকার পতনের পর তিনি মুক্তি পান।