বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন

০৪ জানুয়ারি ২০২৬, ০৭:২৮ PM
মাহদি আমিন

মাহদি আমিন © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় নির্বাচন পরিচালনায় গঠিত বিএনপির কমিটির মুখপাত্র বা স্পোকর্স পারসন হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন। রবিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানে ৯০ নম্বর রোড ১০সি বাড়িতে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির পরিচিতি সভায় মাহদি আমিনকে কমিটির স্পোকর্সম্যান ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

নজরুল ইসলাম খান বলেন, আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গঠিত আমাদের নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠক ছিল। বৈঠকটি মূলত পরিচিতিমূলক। কে কে আমরা কমিটিতে আছি, তা জানা ও পরিচয় হওয়া। এ ছাড়াও কিছু সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। আরও কিছু সিদ্ধান্ত আমাদের নিতে হবে। কমিটির প্রায় সবাই উপস্থিত ছিলেন। শুধু আমাদের কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেননি। 

তিনি জানান, নির্বাচন পরিচালনা কমিটির যেকোনো তথ্যের বিষয়ে আপনারা (গণমাধ্যমকর্মীরা) মাহদি আমিনের সঙ্গে যোগাযোগ করবেন। তিনি আপনাদের সকল তথ্য দিয়ে সহযোগিতা করবেন। এ ছাড়া, আমাদের কমিটির সমন্বয়কারী মনোনীত হয়েছেন ইসমাইল জবিউল্লাহ। তার সঙ্গেও আপনারা যোগাযোগ করতে পারবেন। তিনিও আপনাদের তথ্য দিয়ে সহযোগিতা করবেন। তবে, মূলত স্পোকসম্যান হিসেবে মাহদি আমিনই আপনাদের সঙ্গে যোগাযোগ রাখবেন।

আরও পড়ুন : টুকটুকিসহ ২২ নেতার বহিষ্কার প্রত্যাহার করল বিএনপি

মাহদি আমিন বলেন, আমরা বিশ্বাস করি আসন্ন নির্বাচন একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতায়ন হবে। এমন একটি সরকার আসবে, যেখানে সরকার জনগণের কাছে সত্যি দায়বদ্ধ থাকে। সরকারে স্বচ্ছতা থাকবে। আমরা সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব যেখানে মানবাধিকার থাকবে। বাক স্বাধীনতা থাকবে। আইনের অনুশাসন থাকবে। 

তিনি বলেন, এই যে দীর্ঘ ফ্যাসিবাদী শাসনামলে কিন্তু বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মত করে গণমাধ্যমকর্মীরাও বিভিন্ন আঘাতের মুখে পড়েছেন। অনেক সাংবাদিক আছেন, যারা হামলা মামলা ও সত্য সংবাদ প্রকাশে বাধার মুখে পড়েছেন। আপনারা যারা গণমাধ্যমকর্মী রয়েছেন, সাংবাদিক রয়েছেন; আপনাদের প্রত্যেকের স্বাধীনতা এবং অধিকার অবশ্যই ভবিষ্যত সরকার রক্ষা করবে।

মাহদি জানান, এই গুলশানেই আমাদের বিএনপি চেয়ারপারসনের কার্যালয় রয়েছে, নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে, প্রত্যেকটি অফিসের স্বাভাবিক যে কার্যক্রম তা চলমান থাকবে। আমরা মনে করেছি যে, নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য স্বতন্ত্র একটি অফিস প্রয়োজন। সেই কারণে আমরা আলাদা অফিসটি নিয়েছি। আপনারা অতীতের মতোই আমাদের নির্বাচন কার্যক্রম  পরিচালনার বিষয়ে আমাদের সহযোগিতা করবেন।

৫৬ বছরে, শিক্ষা, সংস্কৃতি ও প্রতিবাদের জ্ঞানভূমি জাহাঙ্গীরন…
  • ১২ জানুয়ারি ২০২৬
অনুমোদন পেল মেরিটাইম ইউনিভার্সিটির ১৫৮ কোটি টাকার একাডেমিক …
  • ১২ জানুয়ারি ২০২৬
‘ইরানে চলমান বিক্ষোভে নিহত পাঁচ শতাধিক’
  • ১২ জানুয়ারি ২০২৬
১৯ দিনেও সন্ধান মেলেনি মাদ্রাসাছাত্র ফারহানের
  • ১২ জানুয়ারি ২০২৬
কুমিল্লা পলিটেকনিক শিবিরের নেতৃত্বে রিফাত-আসিফ
  • ১২ জানুয়ারি ২০২৬
ডুয়েটে শহীদ ওসমান হাদির নামে প্রস্তাবিত গবেষণা ভবনের নামকরণ
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9