বিএনপি নেতা রফিকুল আলম মজনু © টিডিসি ফটো
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া নির্বাচনী হলফনামা অনুযায়ী, তিনি ও তার স্ত্রী নাজমুন নাহার হাসি কোটি টাকার সম্পদের মালিক। একই সঙ্গে হলফনামায় তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট ১৬৮টি মামলা তথ্য উল্লেখ রয়েছে।
হলফনামায় দেওয়া তথ্যানুযায়ী, রফিকুল আলম মজনু ২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্নে ১ কোটি ২৪ লাখ ২৬ হাজার ৮৮৩ টাকা আয় দেখিয়েছেন। একই রিটার্নে তার মোট সম্পদের পরিমাণ উল্লেখ করা হয়েছে ৩ কোটি ৬৬ লাখ ৯৬ হাজার ২৩ টাকা এবং প্রদত্ত আয়করের পরিমাণ ৩২ লাখ ৭৮ হাজার ২৬৫ টাকা।
অন্যদিকে, তার স্ত্রী নাজমুন নাহার হাসি ২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্নে ১৫ লাখ ৫৪ হাজার টাকা আয় দেখিয়েছেন। তার নামে সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ২ কোটি ৩৫ লাখ ৭ হাজার ৯১৯ টাকা এবং প্রদত্ত আয়করের পরিমাণ ১ লাখ ৩২ হাজার ৮০০ টাকা।
হলফনামা অনুযায়ী, রফিকুল আলম মজনুর স্থাবর সম্পদের মোট পরিমাণ ৭ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ৭০০ টাকা। এর মধ্যে রয়েছে রাজধানীর শান্তিনগরে ছয় তলা বাড়ির একটি অংশে ৫৯ লাখ ১৬ হাজার ৬৬৭ টাকা, জাতীয় ভলিবল স্টেডিয়ামে ১০ হাজার ১৬২ বর্গফুটের দোকানের ১২ লাখ ৮ হাজার টাকা, ঢাকার শান্তিনগরে কনকর্ড মার্কেটের টুইন টাওয়ারে ১৯ দশমিক ৫৭ বর্গমিটারের দোকানে ৫ লাখ ৭৫ হাজার টাকা, ছাগলনাইয়া ৫৩ লাখ ৯০ হাজার টাকার জমি, রাজধানী পল্টনে চায়না টাউন মার্কেটে ৩৫০ দশমিক ৫৮ বর্গফুটের দোকানে ১৩ লাখ ৫৬ হাজার ৩২০ টাকা, ঢাকার শান্তিনগরে ১ হাজার ৫১৫ বর্গফুটের ফ্ল্যাটের ১৩ লাখ ১১ হাজার টাকা, দক্ষিণ শাহজাহানপুরে ১ হাজার ৫৪৭ বর্গফুটের ফ্ল্যাটে ৩৮ লাখ ৮৫ হাজার টাকা এবং একই এলাকায় ১হাজার ৫১৪ বর্গফুটের আরেকটি ফ্ল্যাটে ৩৮ লাখ ৮৫ হাজার টাকা উল্লেখ করা হয়েছে।
অন্যান্য সম্পদে ঢাকা ব্যাংকে জমা ৩ লাখ, ইউসিবিএল ব্যাংকে এফডিআর ২০ লাখ, নোহা মাইক্রো ৩৪ লাখ, আসবাবপত্র ৯০ হাজার, ইলেকট্রিক পণ্য ১ লাখ, নগদ অর্থ ২৭ লাখ ৪৮ হাজার ৩২২, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জমা ৬৬ লাখ ৮৬ হাজার ৬৭৬ টাকা, উল্লেখ করা হয়েছে। রফিকুল আলম মজনুর ২০০৬ সালে ২০ আগস্ট থেকে ১টি পিস্তল, ১টি শর্টগান ও তাজা গুলি ব্যবহার করছেন ৮৬ হাজার ৩৫০ টাকা
হলফনামায় আরও উল্লেখ রয়েছে, তার স্ত্রী নাজমুন নাহার হাসির নামে স্থাবর সম্পদের মোট পরিমাণ ১০ কোটি ৪১ লাখ ৪০ হাজার টাকা। এর মধ্যে ঢাকার জাতীয় ভলিবল স্টেডিয়াম এলাকায় ১৭১ বর্গফুটের দোকানে ২৪ লাখ ৮ হাজার টাকা, ঢাকার রামপুরা বনশ্রী এলাকায় ৬ তলা আবাসিক ভবনে ১ কোটি ১১ লাখ ৪৯ হাজার ১৪৬ টাকা, রাজধানীর পল্টনে ৮৫০ বর্গফুটের অফিস ৩৮ লাখ ৯ হাজার ১২০ টাকা এবং রাজধানীর আউটার সার্কুলার রোডের ১ হাজার ৯৫৫ বর্গফুটের ফ্ল্যাট ৪৪ লাখ ৯৪ হাজার ৫৬০ টাকা উল্লেখ করা হয়েছে।
অস্থাবর সম্পত্তির মধ্যে তার স্ত্রীর নগদ অর্থ ৩০ লাখ ৯৭ হাজার ৮৭৯, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ২২ লাখ ৬৯ হাজার ৯৯২ টাকা, ইলেকট্রনিক পণ্য ২ লাখ ৭৫ হাজার টাকা ও আসবাবপত্র ১ লাখ ৫০ হাজার টাকা।
হলফনামায় মূল্য উল্লেখ না করলেও রফিকুল আলম মজনুর ২০ ভরি ও তার স্ত্রী ৫০ ভরি স্বর্ণের কথা উল্লেখ করা হয়েছে।
নির্বাচনী হলফনামা অনুযায়ী, রফিকুল আলম মজনুর নামে শেয়ারের বিপরীতে লোনের পরিমাণ দেখানো হয়েছে ৫৭ লাখ ৯৩ হাজার ৬৫৩ টাকা। এছাড়া বাড়ি লোন রয়েছে ৪৫ লাখ ৭০ হাজার ৪৯৯ টাকা এবং গাড়ি ক্রয় বাবদ লোন দেখানো হয়েছে ৭ লাখ ৪৫ হাজার ১১২ টাকা।
হলফনামার ব্যক্তিগত তথ্যে মুন্সী রফিকুল আলম জন্মগ্রহণ করেন ১৯৭২ সালের ১ মার্চ ফেনী সদর উপজেলার ইজ্জতপুরের সাতবাড়ি গ্রামে। বর্তমানে তিনি রাজধানীর শান্তিনগরের শাহজাহানপুর রেলওয়ে কলোনী এলাকায় বসবাস করছেন। তার পিতার নাম মুন্সি গোলাম মোস্তফা এবং মাতার নাম রোজিয়া বেগম। তার শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর (ব্যবস্থাপনা) এবং হলফনামায় তার বয়স উল্লেখ করা হয়েছে ৫৩ বছর ৯ মাস ২৮ দিন।
আরেকটি তথ্য দেখা যায়, রফিকুল আলম মজনু পেশা হিসেবে ব্যবসা উল্লেখ করেছেন। যেখানে মের্সাস ইমা এন্টারপ্রাইজ, মা এন্টারপ্রাইজ ও মায়াজ ট্রেডিং কর্পোরেশনের স্বত্ত্বাধিকারী। এছাড়া তার স্ত্রী পেশা হিসেবে ব্যবসায় উল্লেখ করা হয়েছে যেখানে মাশফী ইলেকট্রনিক্স স্বত্ত্বাধিকারী দেখানো হয়েছে।