দ্বৈত নাগরিকত্ব থাকায় শেরপুর-২ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল

০৩ জানুয়ারি ২০২৬, ০৯:৫৬ PM , আপডেট: ০৩ জানুয়ারি ২০২৬, ০৯:৫৯ PM
ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী

ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী © সংগৃহীত

শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) সংসদীয় আসনে নাগরিকত্ব সংক্রান্ত জটিলতার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কর্তৃপক্ষ। আগে মনোনয়নপত্র স্থগিত করা হলেও প্রয়োজনীয় দালিলিক প্রমাণ দাখিল করতে ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত তা বাতিল করা হয়।

শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় শেরপুর জেলা রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত ঘোষণা করেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর দ্বৈত নাগরিকত্বের বিষয়টি সামনে আসে। তিনি অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ত্যাগের দাবি করলেও মনোনয়নপত্র দাখিলের সময় এর পক্ষে কোনো চূড়ান্ত দালিলিক প্রমাণ সংযুক্ত করেননি। এ কারণে নির্বাচন আইন অনুযায়ী তার মনোনয়নপত্র প্রথমে স্থগিত করা হয়।

পরে নির্বাচন কর্তৃপক্ষের পক্ষ থেকে শনিবার বিকেল পাঁচটার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের সময়সীমা বেঁধে দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট নথিপত্র জমা দিতে ব্যর্থ হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে নির্বাচন আইন অনুযায়ী তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন।

এদিকে, শেরপুর জেলার তিনটি সংসদীয় আসনে মোট ১৬ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ছয়জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে শেরপুর-১ আসনে তিনজন এবং শেরপুর-২ আসনে তিনজন প্রার্থী রয়েছেন। বাকি ১০ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কর্তৃপক্ষ।

শীত নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস
  • ০৭ জানুয়ারি ২০২৬
শিক্ষকদের এসিআর নিয়ে মাউশির নতুন নির্দেশনা
  • ০৭ জানুয়ারি ২০২৬
জকসু নির্বাচনে ১৩ কেন্দ্রের ফলাফল প্রকাশ, বাকি আর কয়টি?
  • ০৭ জানুয়ারি ২০২৬
জকসু নির্বাচনে ১৩ কেন্দ্রের ফলাফল প্রকাশ, এগিয়ে যারা?
  • ০৭ জানুয়ারি ২০২৬
দেড় বছর পর প্রক্সিকাণ্ডে জড়িত তিন রাবি শিক্ষার্থীর ছাত্রত্ব…
  • ০৭ জানুয়ারি ২০২৬
এনইউবিতে আয়নোস্ফিয়ার পর্যবেক্ষণ ও সাইবার নিরাপত্তা নিয়ে বিশ…
  • ০৭ জানুয়ারি ২০২৬