এক ভাই বিএনপি অন্য ভাই জামায়াতের, মনোনয়ন দাখিল দুইজনেরই

২৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৬ PM
মনোনয়নপত্র জমা দিচ্ছেন দুই ভাই

মনোনয়নপত্র জমা দিচ্ছেন দুই ভাই © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম-৪ আসনে দুই সহোদরের ভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী হওয়া নিয়ে স্থানীয় রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং অন্যজন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বিএনপির প্রার্থী আলহাজ আজিজুর রহমান আনুষ্ঠানিক মনোনয়ন পেয়ে ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে মনোনয়নপত্র জমা দেন। অপরদিকে তার ভাই মোস্তাফিজুর রহমান মোস্তাক জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন।

একই পরিবারের দুই ভাইয়ের এই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ইতোমধ্যে কুড়িগ্রাম-৪ আসনের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশেষ করে বিএনপি ও জামায়াতের ঐতিহ্যগত ভোটব্যাংক থাকা এই আসনে পারিবারিকভাবে বিভক্ত প্রার্থিতার কারণে নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির প্রার্থী আলহাজ আজিজুর রহমান বলেন, “আমি ১৯৯১ সালে নির্বাচন করেছি। নির্বাচন করার অভিজ্ঞতা আমার রয়েছে। সেই হিসেবে আমার ছোট ভাইকে আমি কোনো চ্যালেঞ্জ হিসেবে দেখি না।” তিনি আরও বলেন, “একটি বিষয় পরিষ্কার করে বলতে চাই সে আমার ভাই হলেও বিমাতা।”

আজিজুর রহমান দাবি করেন, তার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে এবং নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তিনি বলেন, “আমি একাধিক মেয়াদে চেয়ারম্যান ছিলাম। নির্বাচন করার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। জামায়াতে ইসলামী আমার ভাইকে প্রার্থী করে কোনো ধরনের ফায়দা নিতে পারবে না। আমি জয়ী হব।”

অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, “আমার ভাই বিএনপির প্রার্থী এতে ভোটের মাঠে কোনো প্রভাব পড়বে না। আমরা পরস্পরকে শ্রদ্ধা করি। ভাইয়ে ভাইয়ে কোনো দ্বন্দ্ব নেই, তবে রাজনৈতিক প্রতিযোগিতায় কোনো ছাড় নেই। রাজনৈতিকভাবেই মোকাবিলা করে আমি জয়ী হব।”

স্থানীয়দের মতে, একই পরিবারের দুই প্রার্থীর কারণে নির্বাচনী আমেজ কিছুটা ম্লান হতে পারে এবং বিএনপি-জামায়াত ঘরানার ভোটে বিভাজন সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে শেষ পর্যন্ত যে দলের ভোটসংখ্যা বেশি হবে, তারাই বিজয়ী হবে বলে মত তাদের।

এ ছাড়া কুড়িগ্রাম-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে হাফিজুর রহমান, জাতীয় পার্টির প্রার্থী ফজলুল হক মণ্ডল, সমাজতান্ত্রিক দল (বাসদ) থেকে খালেকুজ্জামান এবং সমাজতান্ত্রিক দল (বাসদ-মার্ক্সবাদী) থেকে রাজু আহমেদ মনোনয়নপত্র দাখিল করেছেন।

জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে মাজারে বিএনপির শ্রদ্ধা নিবে…
  • ১৯ জানুয়ারি ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটির দাবিতে ঢাকা কলেজের সামনে অধ্যাদেশ ম…
  • ১৯ জানুয়ারি ২০২৬
দুটি পে স্কেল হওয়ার কথা থাকলেও একটিও হয়নি, যে হুশিয়ারি দিলে…
  • ১৯ জানুয়ারি ২০২৬
চার সন্তানের তিনজনই বিসিএস ক্যাডার—শ্রেষ্ঠ মা তিনি হবেন না …
  • ১৯ জানুয়ারি ২০২৬
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশে চাকরি, কর্মস্থল ঢা…
  • ১৯ জানুয়ারি ২০২৬
চিলিতে ভয়াবহ দাবানলে নিহত ১৮, জরুরি অবস্থা জারি
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9