বাবার কবরের পাশে দাঁড়িয়ে চোখ মুছলেন তারেক রহমান
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৮:২৭ PM
বাবার কবরে দলের নেতাকর্মীদের নিয়ে দীর্ঘ ১৯ বছর পর শ্রদ্ধা নিবেদন শেষে সবাইকে সরিয়ে দিয়ে একান্তে দাঁড়িয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় রুমাল দিয়ে নিজের চোখ মুছতে দেখা যায় তাকে। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকাল পৌনে ৫টায় দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে আসেন তিনি। এরপর তিনি শ্রদ্ধা জানানোর পাশাপাশি মোনাজাতে অংশ নেন।
নেতাকর্মীদের সঙ্গে মোনাজাতে অংশ নেওয়ার পর সেখান থেকে সিনিয়রসহ সব নেতাদের সরিয়ে দিয়ে একান্তে বেশকিছু সময় কাটান তারেক রহমান। এ সময় তাকে চোখ মুছতে দেখা যায়। এর মধ্য দিয়ে ১৯ বছর পর বিএনপি নেতা হিসেবে দলের প্রতিষ্ঠাতার কবরে শ্রদ্ধা জানালেন। এর আগে ২০০৬ সালে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়েছিলেন তার বড় ছেলে তারেক রহমান।
জানা যায়, শ্রদ্ধা নিবেদনের সময়ে তারেক রহমানের পাশে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান ও হাফিজ উদ্দিন আহমেদ। পরে তারেক রহমান কিছুক্ষণ বাবার কবরের সামনে একা দাঁড়িয়ে সুরা ফাতেহা ও দরুদ পাঠ করেন।
এরপর তিনি একাই মোনজাত করেন। মোনাজাত শেষে রুমাল দিয়ে নিজের চোখ মুছতে দেখা যায় বিএনপি নেতাকে। এরপর বিকাল ৫টা ৪ মিনিটে তারেক রহমান বাসে চড়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হন। সেখানে তিনি মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।