তারেক রহমানের সংবর্ধনা

৩০০ ফিট সড়কের রূপগঞ্জ অংশে বসানো হলো ৬টি এলইডি ডিসপ্লে

২৫ ডিসেম্বর ২০২৫, ০৫:১৩ AM
এলইডি ডিসপ্লে

এলইডি ডিসপ্লে © সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানী ও আশপাশের এলাকায় ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে ৩০০ ফিট সড়কের রূপগঞ্জ অংশে আগত নেতাকর্মীদের জন্য ছয়টি বড় এলইডি ডিসপ্লে স্থাপন করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, তারেক রহমানকে দেখার ও তার বক্তব্য শোনার সুবিধার্থে রাজধানীজুড়ে কয়েকশ এলইডি ডিসপ্লে ও প্রায় ৯০০ মাইক স্থাপন করা হয়েছে। এরই অংশ হিসেবে রূপগঞ্জের নীলা মার্কেট থেকে মূল সভামঞ্চ পর্যন্ত সড়কে ছয়টি বিশাল ডিসপ্লে বসানো হয়েছে। ভিড়ের কারণে যারা মূল মঞ্চের কাছাকাছি যেতে পারবেন না, তারা যাতে দূর থেকেই বক্তব্য শুনতে ও নেতাকে দেখতে পারেন—সে লক্ষ্যেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

বগুড়ার শাহজাহানপুর-গাবতলী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হারিস উদ্দিন হারেজ বলেন, সারাদেশ থেকে আসা বিপুলসংখ্যক নেতাকর্মীতে সভাস্থল ইতোমধ্যে লোকারণ্য হয়ে উঠেছে। সকালে যারা আসবেন, তারাও এসব ডিসপ্লের মাধ্যমে তারেক রহমানের বক্তব্য শুনতে পারবেন। তিনি এই উদ্যোগকে সময়োপযোগী বলে মন্তব্য করেন।

রূপগঞ্জের বিএনপি নেতা বিল্লাল হোসেন ও তৃণমূল কর্মী আব্দুল মজিদ জানান, উপস্থিতির দিক থেকে এবার ৩০০ ফিট এলাকায় অতীতের সব রেকর্ড ভাঙতে পারে। মঞ্চের কাছে যাওয়ার সুযোগ না থাকলেও বড় পর্দায় সরাসরি নেতাকে দেখার সুযোগ পেয়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

বিএনপি নেতাদের দাবি, তারেক রহমানের এই প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। সম্ভাব্য বিপুল জনসমাগমের কথা বিবেচনায় নিয়ে জেলা ও উপজেলা থেকে আগত বাস, ট্রাক ও মাইক্রোবাসের জন্য বিস্তীর্ণ এলাকাজুড়ে পার্কিং ও অবস্থানের ব্যবস্থা করা হয়েছে বলে জানানো হয়।

পাবনায় সুচিত্রা সেনের প্রয়াণদিবস ও কবি বন্দে আলী মিয়ার জন্ম…
  • ১৭ জানুয়ারি ২০২৬
জাবি ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের বিষয় পছন্দক্রম ফরম পূরণ শুর…
  • ১৭ জানুয়ারি ২০২৬
হাসনাতের আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল
  • ১৭ জানুয়ারি ২০২৬
ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে বিপর্যস্ত বোরো বীজতলা, দিশেহারা চা…
  • ১৭ জানুয়ারি ২০২৬
ইরানকে যে কারণে ধন্যবাদ জানালেন ডোনাল্ড ট্রাম্প
  • ১৭ জানুয়ারি ২০২৬
গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9