আওয়ামীপন্থী আইনজীবীর সঙ্গে হাদি-হাসনাতের পরিচয় কীভাবে? সায়েরের প্রশ্নে যা বললেন হাসনাত

জুলকারনাইন সায়ের এই ছবিটি শেয়ার করেছেন
জুলকারনাইন সায়ের এই ছবিটি শেয়ার করেছেন  © ফেসবুক থেকে নেওয়া

নাজিরুল কবির নামে আওয়ামীপন্থী এক আইনজীবীর সঙ্গে আততায়ীর গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও এবি পার্টির সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তাদের সঙ্গে ওই আইনজীবীর পরিচয় কীভাবে হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আজ সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টা ৩৫ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে লন্ডনপ্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের এক পোস্টে এই প্রশ্ন তোলেন। সায়ের ওই পোস্টে একটি ছবি শেয়ার করেন, যেখানে ‍পৃথক পৃথক ছয়টি ছবি কোলাজ করা হয়েছে।

এর একটি ছবিতে আইনজীবী নাজিরুল কবিরের সঙ্গে শরিফ ওসমান হাদি, আরেকটি ছবিতে হাদি ও হাসনাত, আরেকটিতে ব্যারিস্টার ফুয়াদ এবং অপর এক ছবিতে হাদি ও যুগান্তর পত্রিকার সম্পাদক ও কবি আব্দুল হাই শিকদারকে দেখা গেছে। অন্য দুটি ছবির একটিতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সঙ্গে এবং অপরটিতে জামালপুর-১ আসন থেকে ২০২৪ সালে সংসদ সদস্য নির্বাচিত ‍নুর মোহাম্মদের নির্বাচনি প্রচারণায় অংশ নিতে দেখা গেছে ওই আইনজীবীতে।

ছবির ক্যাপশনে প্রশ্ন রেখে জুলাকারনাইন সায়ের লিখেছেন, ‘পতিত স্বৈরাচারের সমর্থকদের সাথে হাদি-হাসনাত-ফুয়াদ'দের কারা পরিচয় করিয়ে দেয়? সেটা জানা বেশ জরুরি। গতকাল রাতে এই ছবি হাসনাতকে দেখালে সে বেশ আশ্চর্য হয়ে ওঠে, নাজিরুল কবির নামের এই ব্যক্তির আওয়ামী সংশ্লিষ্টতার ব্যাপারে তার কোন ধারণাই ছিল না।’

এই পোস্টের কমন্টেবক্সে জবাব দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি লিখেছেন, ‘ছবি নাম্বার ৪ যুগান্তর অফিসে। একটা ইন্টারভিউতে গিয়ে আপনার পোস্টে উল্লিখিত নাজিরুল কবিরের সাথে পরিচয়। পেশায় উনি আইনজীবী। সেখানে যুগান্তরের সম্পাদকও উপস্থিত ছিলেন। আমার পাশেই। আর হাদি ভাইসহ যে ছবিটি, সেটি উনার চেম্বারে। আইনি পরামর্শের জন্য উনার চেম্বারে গিয়েছিলাম।’

পরে এই মন্তব্যের পর জুলকারনাইন সায়ের প্রশ্ন করেন, ‘কিন্তু এই লোকের আওয়ামী সংশ্লিষ্টতা নিয়ে কি কেউ তোমাকে জানিয়েছিলো? যুগান্তরের সম্পাদক কি জানতেন না যে এই ব্যক্তির রাজনৈতিক পরিচয়?’

এর জবাবে হাসনাত লিখেছেন, ‘না।এমন তথ্য জানতাম না। ইনফেক্ট সেখানে যুগান্তরের সম্পাদক ছাড়াও যুগান্তরের ক্রাইম বিটের সাংবাদিকসহ আরো অন্যান্য বিটের সাংবাদিকও উপস্থিত ছিলেন। ছবিতেই আছে।’


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!