ছাত্রজনতার স্লোগানে উত্তাল শাহবাগ
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:২৬ AM , আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:৩১ AM
আততায়ীর গুলিতে আহত হয়ে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে রাজধানীর শাহবাগ প্রায় ১৩ ঘন্টা ধরে অবরুদ্ধ করে রেখেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে শাহবাগে জড়ো হতে শুরু করে এবং সকাল পর্যন্ত তারা শাহবাগে অবস্থান করছে তারা ।
এসময় তরা ‘লীগ ধর জেলে ভর, তুমি কে আমি কে- হাদি হাদি’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’ ইত্যাদি স্লোগান দেয়।
শাহবাগে উপস্থিত এক শিক্ষার্থী আরাফাত রহমান উদয় বলেন, ‘হদি হত্যার বিচার ও আওয়ামী-ভারতপন্থীদের নির্মুলের দাবিতে আমাদের এই আন্দোলন। আমরা দেখেছি জুলাইয়ের মহান নেতা ও আমাদের সহযোদ্ধা হাদি ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে। হাদি ভাই শুধু জুলাই আগষ্টের নেতাই ছিলেন না, তিনি এমন এক বাংলাদেশের স্বপ্ন দেখতেন যেই স্বপ্নকে আমরা মনে প্রাণে ধারণ করি। হাদি ভাইয়ের এই হত্যাকাণ্ড কোনো ক্রমেই মেনে নেওয়ার মতো না।