শেষ পোস্টে যা লিখেছিলেন ওসমান হাদি

ওসমান হাদি
ওসমান হাদি  © টিডিসি সম্পাদিত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তার আকস্মিক মৃত্যুতে দেশজুড়ে নেমে এসেছে গভীর শোক। নানা শ্রেণি-পেশার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা ও সমবেদনা জানাচ্ছেন। এমন শোকাবহ সময়ে তার মৃত্যুর আগে ফেসবুকে দেওয়া শেষ পোস্টটি নতুন করে আলোচনায় এসেছে।

গত শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার মাত্র কিছু সময় আগে নিজের ফেসবুক পেজে হাদি শেষ পোস্ট দিয়েছিলেন।

পোস্টে হাদি লিখেছিলেন, ‘যেহেতু ঢাকা-৮ এ আমার পোস্টার-ফেস্টুন কিছুই নাই, তাই আমার এখন ছেঁড়া-ছিঁড়িরও চাপ নাই। দুদকের সামনে থেইকা জুম্মা মোবারক।’
 
প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর ঢাকার বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় তিনি গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে ইন্তেকাল করেন। 
 
শরিফ ওসমান হাদির জন্ম ১৯৯৩ সালে। দেশের রাজনৈতিক কর্মী ও বক্তা, যিনি জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে গঠিত রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে পরিচিত ছিলেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দেন।

 


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!