রুমিকে আ. লীগের হুমকি, এক মাস আগে প্রমাণ দেওয়া হলেও ব্যবস্থা নেয়নি আইনশৃঙ্খলা বাহিনী

জান্নাত আরা রুমী
জান্নাত আরা রুমী  © টিডিসি সম্পাদিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধানমণ্ডি থানার যুগ্ম সমন্বয়কারী জান্নাত আরা রুমিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়া লীগের হুমকি দেওয়ার বিষয়টি এক মাস আগে প্রমাণসহ দেওয়া হলেও ব্যবস্থা নেয়নি আইনশৃঙ্খলা বাহিনী। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক শোক বিবৃতি এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধানমণ্ডি থানার যুগ্ম সমন্বয়কারী জান্নাত আরা রুমিকে আওয়ামী সন্ত্রাসীদের হত্যা ও ধর্ষণের হুমকির পর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ফ্যাসিবাদবিরোধী এই যোদ্ধার রহস্যজন্যক মৃত্যুতে এনসিপি গভীর শোক এবং উদ্বেগ প্রকাশ করছে। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

মৃত্যুর আগে দীর্ঘ সময় ধরে তিনি আওয়ামী সন্ত্রাসীদের পরিচালিত সংঘবদ্ধ সাইবার বুলিং, প্রকাশ্য প্রাণনাশের হুমকি ও মানসিক নির্যাতনের শিকার ছিলেন। এই হুমকিদাতা আওয়ামী সন্ত্রাসীদের নাম, মোবাইল নম্বর ও প্রমাণাদি এক মাস আগে গত ১৩ নভেম্বর আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হলেও রহস্যজনকভাবে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

আরও পড়ুন : ভারতের অখণ্ডতা ও ওসমান হাদি ইস্যুতে জামায়াতের বিবৃতি

বিবৃতিতে আরও বলা হয়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনে করে, আওয়ামী সন্ত্রাসীদের লাগাতার হুমকি ও সহিংস মানসিক চাপই জান্নাত আরা রুমির মৃত্যুর পেছনে প্রধান ভূমিকা রেখেছে। একজন সাহসী নারী রাজনৈতিক কর্মীকে পরিকল্পিতভাবে আতঙ্কিত, একঘরে ও বিপর্যন্ত করে তোলার এই পদ্ধতি আওয়ামী সন্ত্রাসী। রাজনীতিরই ধারাবাহিক বহিঃপ্রকাশ।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই মৃত্যুর জন্য আওয়ামী সন্ত্রাসীদের নৈতিক ও রাজনৈতিক দায়ের কথা স্পষ্টভাবে তুলে ধরছে এবং অবিলম্বে নিরপেক্ষ তদন্ত, দায়ী আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে।

জান্নাত আরা রুমির মৃত্যু শুধু একটি ব্যক্তিগত ক্ষতি নয়-এটি মতপ্রকাশের স্বাধীনতা ও বিরোধী। রাজনীতির ওপর আওয়ামী সন্ত্রাসের আরেকটি নির্মম অধ্যায়।

আল্লাহ তায়ালা মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবার ও সহযোদ্ধাদের এই শোক সইবার শক্তি দান করুন-আমিন।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!