ওসমান হাদিকে যে কারণে সিঙ্গাপুর থেকে যুক্তরাজ্যে নেওয়ার চেষ্টা

নকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি
নকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি  © টিডিসি সম্পাদিত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত যুক্তরাজ্যে নেওয়ার চেষ্টা চলছে। সেখানে তার একটি জটিল অস্ত্রোপচারের চেষ্টা করা হবে বলে জানা গেছে। তবে সেখানে নেওয়ার জন্য তার শারীরিক অবস্থার বিষয়ে সিঙ্গাপুরের চিকিৎসকদের সবুজ সংকেতও লাগবে।

আজ বুধবার  (১৭ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের শীর্ষ এক নেতা এবং সরকারের একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র বলছে, ওসমান গণির মাথায় খুব জটিল একটি অস্ত্রোপচার প্রয়োজন। তবে এ জন্য সিঙ্গাপুরের হাসপাতালে ভালো ব্যবস্থা নেই। বৃটেনের বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতালে এ জন্য ভালো ব্যবস্থা রয়েছে।

সূত্রটি আরও বলছে, শুরুতে ইনকিলাব মঞ্চ এবং বাংলাদেশ ও বৃটেনের কয়েকজন শুভাকাঙ্ক্ষী ওসমান হাদিকে বৃটেনে নেওয়ার প্রচেষ্টা শুরু করেন। তবে বিষয়টি নিয়ে সরকার দ্রুত উদ্যোগী হয়েছে। একজন উপদেষ্টা এ বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করছেন। 

সব ঠিক থাকলেও ওসমান হাদিকে লম্বা সফরে নেওয়ার মতো শারীরিক অবস্থা আছে কিনা, সে বিষয়ে সিঙ্গাপুরের চিকিৎসকদের সবুজ সংকেতের প্রয়োজন হবে। চিকিৎসকরা সফরের বিষয়ে সায় না দিলে তাকে বৃটেনে নেওয়ার চেষ্টা হবে ঝুঁকিপূর্ণ।

আরও পড়ুন: হাদিকে গুলির ঘটনায় ব্যবহৃত অস্ত্র যেভাবে উদ্ধার করল র‌্যাব

এর আগে আইনজীবী সাইফ উদ্দিন খালেদ নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্টে লেখেন, ‘হাদিকে ইউকে (যুক্তরাজ্য) আনার চেষ্টা চলছে। সবার কাছে দোয়ার অনুরোধ।’

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু তার ফেসবুকে পোস্টে লেখেন, ‘আমাদের প্রিয় ভাই ওসমান বিন হাদির যথাযথ চিকিৎসা মূলত: সিঙ্গাপুরে সম্ভব না। তাঁর এখন যে অপারেশনটা দরকার, সেটার প্রোপার ম‍্যানেজমেন্ট সিঙ্গাপুর জেনারেল হসপিটাল বা মাউন্ট এলিজাবেথের নেই।’

তিনি বলেন, ‘তাঁকে যদি কোনোভাবে বৃটেনের কুইন এলিজাবেথ হসপিটাল, বার্মিংহামে নেয়া যেত, তাহলে শেষ একটা চেষ্টা করা যেত। ইউকেতে অবস্থানরত ভাই-বোনদের প্রতি বিশেষ অনুরোধ, আপনারা যদি কেউ সাহায্য করতে পারেন, তাহলে ওসমান হাদির ট্রিটমেন্ট সামারি পাঠাতে পারব। অনুগ্রহ করে ইনবক্সে নক করলে বাধিত হব।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence