শারীরিক অবস্থার বড় কোনো পরিবর্তন নেই খালেদা জিয়ার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৫ PM
রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার বড় কোনো পরিবর্তন নেই বলে জানিয়েছেন মেডিকেল বোর্ডের সদস্য ডা. জিয়াউল হক। তিনি জানান, বিএনপি চেয়ারপারসন এখনও সিসিইউতেই চিকিৎসাধীন আছেন।
রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ডা. জিয়াউল হক বলেন, বেগম খালেদা জিয়া আগের মতোই আছেন। বলা যায় সর্বশেষ মেডিকেল বোর্ড বিবৃতির মাধ্যমে যে আপডেট জানিয়েছিল, এখনও তেমনই আছে। বড় কোনো উন্নতি নেই। আবার অবনতিও নেই। আমরা ফার্দার কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে দিয়েছি। সেগুলোর রেজাল্ট আসলে নতুন সিদ্ধান্ত নেয়া হবে।
গত ২৩ নভেম্বর রবিবার রাত থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়া। পরে অবস্থার অবনতি হলে গত ২৭ নভেম্বর তাকে নেয়া হয় ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ)। খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত দেশি-বিদেশি ৩০জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিন বৈঠক করে চিকিৎসায় পরিবর্তন আনছেন।
এদিকে, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের আরেক সদস্য বলেন, খালেদা জিয়ার ছোট ছোট কিছু ক্ষেত্রে উন্নতি হচ্ছে। উনার অবস্থা এখনও বিদেশে নেয়ার মতো নয়। দীর্ঘ ভ্রমণের মতো শারীরিক সক্ষমতা তৈরি বিদেশে নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে মেডিক্যাল বোর্ড।
তিনি বলেন, উনার শরীরে গুরুতর ইনফেকশনের কারণে উন্নত অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা দেয়া হচ্ছে। এখনও ম্যাডাম ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টের মধ্যে আছেন।
৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল ও দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। এর মধ্যে রয়েছে লিভার সংক্রান্ত জটিলতা, কিডনি সংক্রান্ত জটিলতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আরথ্রাইটিস ও ইনফেকশন জনিত সমস্যা যেগুলোর চিকিৎসা তিনি দীর্ঘদিন ধরে পেয়ে আসছেন। এবার নিজ বাস ভবনে অবস্থানকালে তার শ্বাসকষ্ট, কাশি, জ্বর ও শারীরিক দুর্বলতা দেখা যায়।