আপ বাংলাদেশ নেতাকে হত্যার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভের ডাক
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০১:৩০ PM , আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫, ০২:১৮ PM
আপ বাংলাদেশ নেতাকে হত্যার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভের ডাক দিয়েছেন ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) মুখপাত্র শাহরিন সুলতানা ইরা এক বিবৃতির মাধ্যমে এই ঘটনার গভীর শোক প্রকাশ করেছেন, একই সাথে হত্যাকান্ডের প্রতিবাদে সারাদেশ বিক্ষোভের ডাক দিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, গতকাল (১০ ডিসেম্বর) রাতে চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভায় বিএনপি'র দুই গ্রুপের অভ্যন্তরীণ কোন্দল ও সন্ত্রাসী হামলায় আপ বাংলাদেশ, চট্টগ্রাম জেলা উত্তর আহ্বায়ক কমিটির সদস্য গাজী তাহমিদ খান শহীদ হয়েছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শান্তিপূর্ণ রাজনৈতিক প্লাটফর্ম আপ বাংলাদেশের একজন নিবেদিতপ্রাণ সদস্যের মর্মান্তিক মৃ্ত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা মনে করি, বিএনপি সন্ত্রাসীদের এই জঘন্য হামনা সুস্থ ও গণতান্ত্রিক রাজনীতির ওপর সরাসরি আঘাত। আপ বাংলাদেশ এই বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দ্য জানাচ্ছে।
হত্যাকান্ডের প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে বলা হয়, এই নির্মম হত্যার প্রতিবাদে এবং সন্ত্রাস-মুক্ত রাজনীতি প্রতিষ্ঠার দাবিতে আপ বাংলাদেশ দেশব্যাপী তাৎক্ষণিক বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছে। এর অংশ হিসেবে ঢাকা মহানগরীতে আজ সন্ধ্যা ৭ টায় বিজয়নগর পানির ট্যাংকির সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হবে।
এসময় তারা প্রশাসনের কাছে জোর দাবি জানান, এই হত্যাকান্ডে জড়িত সকল বিএনপি সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার।