খালেদা জিয়ার অবস্থা কিছুটা উন্নতি হলেই লন্ডনে নেওয়ার পরিকল্পনা: ড. মাহদী আমিন

ড. মাহদী আমিন
ড. মাহদী আমিন  © ফাইল ছবি

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলেই তাঁকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার প্রস্তুতি চলছে। এমন তথ্য জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ বিষয়ে বিস্তারিত জানান।

ড. মাহদীর ভাষ্য অনুযায়ী, দেশবাসীর দোয়া ও চিকিৎসকদের প্রচেষ্টায় খালেদা জিয়ার অবস্থায় সামান্য উন্নতি দেখা দিলে তাঁর লন্ডনে স্থানান্তরের পরিকল্পনা করছে জিয়া পরিবার। ইতোমধ্যে সেখানে বিশেষায়িত হাসপাতাল ও চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করেছেন তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান। এ উদ্দেশ্যে সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও চূড়ান্ত করার প্রক্রিয়ায় রয়েছে।

ড. মাহদী জানান, খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি থাকলেও তাঁর সার্বিক চিকিৎসা পরিচালিত হচ্ছে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে। লন্ডনে অবস্থান করেও প্রতিদিন চিকিৎসকদের সঙ্গে ভার্চুয়ালি যোগাযোগ রাখছেন তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান। সংকটময় প্রতিটি মুহূর্তে প্রয়োজনীয় সিদ্ধান্ত দ্রুত নিশ্চিত করতে তারা সক্রিয়ভাবে যুক্ত আছেন।

তিনি আরও জানান, মেডিকেল বোর্ডে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন ডা. জুবাইদা রহমান। দেশে ও বিদেশে চিকিৎসা সমন্বয়ের ক্ষেত্রে তিনিই মূল দায়িত্ব পালন করছেন। ‘মমতাময়ী মায়ের চিকিৎসায় যেন কোনো বিলম্ব বা সীমাবদ্ধতা সৃষ্টি না হয়, সে জন্য তারেক রহমান নিজে প্রতিটি ধাপ তদারকি করছেন’ বলেন ড. মাহদী আমিন।

প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা জানান, খালেদা জিয়ার হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে।

উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি লন্ডনে যান খালেদা জিয়া। ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে তিনি দেশে ফেরেন। এরপর একাধিকবার শারীরিক নানা জটিলতায় তাঁকে হাসপাতালে যেতে হয়েছে।


সর্বশেষ সংবাদ