বহিস্কৃত ৭২ নেতাকে দলে ফেরাল বিএনপি

২৬ নভেম্বর ২০২৫, ১০:৫৪ PM
বিএনপির লোগো

বিএনপির লোগো © সংগৃহীত

দলীয় শৃঙ্খলা, সংগঠন বিরোধী কর্মকান্ডসহ বিভিন্ন অভিযোগে ইতিপূর্বে দল থেকে বহিস্কৃত মোট ৭২ নেতাকে এক যোগে দলে ফিরিয়ে নিয়েছে বিএনপি। বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় দফতরের দায়িত্বে নিয়োজিত সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে সংগঠন বিরোধী কর্মকান্ডের জন্য গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মো. জিয়াউল হাসান স্বপন (জি এস স্বপন), সদর মেট্রো থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানা রাজিয়া, গাজীপুর জেলাধীন শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন, ঢাকা মহানগর উত্তরের কাফরুলের ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মো. সাইফুল ইসলাম, শেরপুর জেলাধীন শ্রীবর্দী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি এবিএম সাইফুল মালেক, শ্রীবর্দী পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. গোলাম মোস্তফা (সোনাহার), ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম। 

এ তালিকায় আরও রয়েছেন- খুলনা মহানগর বিএনপির সাবেক সহসভাপতি শেখ ইকবাল হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক মো. মহাবুব কায়সার, যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান পিয়ারু, সদর থানা বিএনপির সহ-মহিলা বিষয়ক সম্পাদক মাজেদা খাতুন, খুলনা মহানগর ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক শেখ মসফিকুর হাসান অভি, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইমরান হোসেন, সরকারি সুন্দরবন আদর্শ কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সালাউদ্দিন নান্নু, ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন সরাইল উপজেলার অন্তর্গত ৩নং চুন্টা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এ কে এম শামসুল আলম, ৩নং চুন্টা ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব মো. শামসুল হক, সরাইল থানা বিএনপির সাবেক সদস্য মোঃ আব্দুর রউফ, আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম পারভেজ, সিলেট জেলাধীন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কোহিনুর আহমেদ, জৈন্তাপুর উপজেলা সাবেক যুগ্ম আহ্বায়ক সাহাদ উদ্দিন সাদ্দাম, যুক্তরাজ্য বিএনপির সেবুল মিয়া, মুমিন খান মুন্না, সিলেট জেলাধীন বিশ^নাথ পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রব, ওসমানীনগর উপজেলা বিএনপির সাবেক বিএনপি নেত্রী মোছা. মুছলিমা আক্তার চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি সোহেল আহমেদ চৌধুরী, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মো. আব্দুল মিয়া, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি নাজমুল ইসলাম রুহেল, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন ধলা মিয়া, জেলা যুবদলের সাবেক সদস্য আহবাবুল হোসাইন আহবাব, ওসমানী নগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. কামরুল ইসলাম, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক বেগম স্বপ্না শাহিন, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক হাফিজ মো. আরব খাঁন, সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কাওছার খান, বিশ্বনাথ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বশির আহমদ, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক গৌছ খান। 

সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আক্তারুজ্জামান, কুড়িগ্রাম জেলাধীন বুরুঙ্গামারী উপজেলার সাবেক সাধারণ সম্পাদক এ কে এম ফরিদুল হক (শাহীন শিকদার), শরিয়তপুর জেলাধীন সখিপুর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মানিক উদ্দিন বকাউল, সিলেট জেলাধীন ওসমানীনগর উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মো. গয়াছ মিয়া, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল আলম, বগুড়া জেলার  তালোড়া পৌরসভার ২২নং ওর্য়াড বিএনপির সাবেক সভাপতি মো. ইব্রাহিম আলী মুকুল, তালোড়া পৌর বিএনপির সাবেক সহ-মহিলা বিষয়ক সম্পাদক মোসা. সোনিয়া রাজভর, ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি মো. হারুন তরফদার, তালোড়া পৌর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক সৈয়দ আবুল হাসান আজাদ, সহ-সভাপতি মো. আব্দুল মান্নান, সহ-কোষাধ্যক্ষ মো. তানভীর আহমেদ ফেরদৌস, পৌর শ্রমিকদলের সাবেক সভাপতি মো. আব্দুল জলিল প্রাং, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইস্রাফিল ইসলাম, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. হাশেম আলী প্রামানিক, সাবেক সদস্য মো. মারুফ হাসান, কক্সবাজার জেলা বিএনপির সাবেক সদস্য তাহেরা আক্তার মিলি, মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. আব্দুল মান্নান, সিংগাইর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মো. তোফাজ্জল হোসেন তোফাজ, হরিরামপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য মো. মোশারফ হোসেন (মুসা), উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জাহিদুর রহমান তুষার, সাটুরিয়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সোহেল রানা মল্লিক।

এছাড়াও সাটুরিয়া উপজেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক মোসা. মুন্নি আক্তার, সিংগাইর উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি আফরোজা রহমান লিপি, মানিকগঞ্জ পৌর বিএনপির সাবেক সহসভাপতি মো. রেজাউল করিম রাজা, হবিগঞ্জ জেলাধীন নবীনগর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. আব্দুল আলীম ইয়াছিনী, টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. রশিদুল ইসলাম রতন, সাবেক সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ঠান্ডু, সাবেক সদস্য ইসরাকুল ইসলাম কামাল, নাটোর জেলা বিএনপির সাবেক সভাপতি মো.  সিরাজুল ইসলাম, সাবেক সদস্য মো. জালাল উদ্দীন আলী, গুরুদাসপুর উপজেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক মোছা. রোকসানা আক্তার, বড়াইগ্রাম শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল মজিদ, খুলনা জেলাধীন দাকোপ উপজেলার চালনা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোজাফ্ফর হোসেন শেখ, বটিয়াঘাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এমডি খায়রুল ইসলাম খান জনি, কয়রা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. শেখ আব্দুর রশিদ, নাটোর জেলাধীন বড়াইগ্রাম উপজেলার ৭নং চান্দাই ইউনিয়ন বিএনপি নেতা মো. আলতাফ হোসেন সরকার এবং সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সদস্য নাছিম ফারুক খান মিঠুকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

ইউএপিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দুই শিক্ষক বহিষ্কার
  • ১৯ জানুয়ারি ২০২৬
ট্রাম্পের ব্ল্যাকমেইলিং সহ্য করবে না ইউরোপ: ডেনিশ প্রধানমন্…
  • ১৯ জানুয়ারি ২০২৬
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন-সর্বোচ্চ বেতন …
  • ১৯ জানুয়ারি ২০২৬
স্পেনে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে নিহত ২১
  • ১৯ জানুয়ারি ২০২৬
সোসিয়েদাদের কাছে হেরে লা লিগা জমিয়ে তুলল বার্সালোনা
  • ১৯ জানুয়ারি ২০২৬
নাটকীয় জয়ে আফ্রিকান নেশন্স কাপ জিতল সেনেগাল
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9