বিএনপির সাংগঠনিক সম্পাদকের পদ ফিরে পেলেন শিরিন

বিলকিস জাহান শিরীন
বিলকিস জাহান শিরীন  © সংগৃহীত

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে পদ স্থগিত হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীনের। তার ব্যাপারে জারি হওয়া সেই স্থগিতাদেশ প্রত্যাহার করেছে দলটি। আজ শনিবার (২২ নভেম্বর) এ সিদ্ধান্ত নেয় দলটি। 

এ বিষয়ে বিএনপির দফতরের দায়িত্বে থাকা সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

এর আগে, ২০২৪ সালের ১১ আগস্ট বরিশাল মহানগরে বিতর্কিত কর্মকান্ড ও একটি বিদ্যালয়ের পুকুর ভরাটসহ বিভিন্ন অভিযোগে তার দলীয় সকল পদ স্থগিত করা হয়।


সর্বশেষ সংবাদ