মুজাহিদ-সাকা চৌধুরীর ফাঁসি কার্যকরের ১০ বছর পূরণ হচ্ছে কাল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১০:৪৬ PM , আপডেট: ২০ নভেম্বর ২০২৫, ১০:৪৬ PM
মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুবার্ষিকী আগামীকাল শুক্রবার (২১ নভেম্বর)। ২০১৫ সালের এদিন দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে দুজনের ফাঁসি কার্যকর করে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার।
আলী আহসান মুজাহিদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ (২০ নভেম্বর) বিবৃতি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সাবেক এই সমাজকল্যাণ মন্ত্রীর অবদান যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন তিনি।
বিবৃতিতে জামায়াত আমীর বলেন, ‘আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ইসলামী আন্দোলনের এক আদর্শনিষ্ঠ ও আপসহীন নেতা ছিলেন। দেশে গণতন্ত্র, আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার, ভোটাধিকার এবং ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় তাঁর বলিষ্ঠ ভূমিকা যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকবে।’
তিনি বলেন, ‘২০০১-২০০৬ মেয়াদে ৪ দলীয় জোট সরকারের সমাজকল্যাণ মন্ত্রী হিসেবে তিনি সততা, দক্ষতা ও স্বচ্ছতার মাধ্যমে দায়িত্ব পালন করে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে জামায়াতকে নেতৃত্ব শূন্য করার অপচেষ্টায় লিপ্ত হয়। সেই ধারাবাহিকতায় জনাব মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করা হয় এবং দলীয়ভাবে সাজানো মিথ্যা সাক্ষের ভিত্তিতে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।’
ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম সুপ্রিম কোর্ট থেকে বেকসুর খালাস পাওয়ায় প্রমাণ হয়েছে যে, জামায়াতের নেতাদের বিরুদ্ধে পূর্বের রায়গুলো ছিল অসৎ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং অন্যায় ও প্রহসনমূলক। তাছাড়া যে প্রধান বিচারপতির নেতৃত্বে তাঁর মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছিল, তিনি নিজেই দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন। যিনি নিজেই দুর্নীতিগ্রস্ত, তার বিচারও ন্যায়ভ্রষ্ট। একমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে জনাব মুজাহিদসহ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে।’
‘শহীদ আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দের ত্যাগ ও রক্তের বিনিময়ে একদিন এ দেশে ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হবে’ উল্লেখ করে জামায়াত আমির বলেন, ‘জাতি আজ গভীরভাবে তাঁর শূন্যতা অনুভব করছে। তিনি মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন। মহান রাব্বুল আলামীন জনাব আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের শাহাদাত কবুল করুন এবং তাঁকে জান্নাতুল ফিরদাউসের উচ্চতম স্থান দান করুন। তাঁর অসমাপ্ত কাজ আঞ্জাম দেয়ার জন্য আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তির প্রতি আহবান জানাচ্ছি ও দেশবাসীর সহযোগিতা কামনা করছি।’
উল্লেখ্য, ২০১৫ সালের ২১ নভেম্বর রাত ১২টা ৫৫ মিনিটে তৎকালীন জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকর করে শেখ হাসিনার নেতৃত্বাধীন তৎকালীন ক্ষমতাসীন সরকার। ওই সময়ে তার বিচারপ্রক্রিয়া নিয়ে দেশ-বিদেশে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।