এবার আন্দালিব রহমান পার্থর সঙ্গে এমপি পদে লড়বেন হিরো আলম

আন্দালিব রহমান পার্থ ও হিরো আলম
আন্দালিব রহমান পার্থ ও হিরো আলম  © সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বিতর্কিত ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। আগেও একাধিক পদে নির্বাচন নিয়ে তিনি আলোচনায় ছিলেন। এবার তিনি ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

হিরো আলম জানিয়েছেন, তিনি এবারও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। তবে একাধিক রাজনৈতিক দল তার সঙ্গে যোগাযোগ করছে। তিনি বলেন, ‘অনেক দলের প্রধানের সঙ্গে কথা হচ্ছে। এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। যদি ব্যাটে-বলে মিলে যায়, কোনো দলে যোগ দিতে পারি; নইলে স্বতন্ত্রভাবেই লড়ব।’

নিজের প্রার্থিতা প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘আমার কাছে নির্বাচন মানে শুধু জয় নয়—এটা প্রতিবাদের মাধ্যম। আমি আগে যেমন প্রতিবাদ করেছি, এবারও করব। দেশে সুষ্ঠু নির্বাচন হোক—এটাই আমার প্রত্যাশা। আমি ১০০ ভোট পেলেও সমস্যা নেই, চাই মানুষ যেন উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারে।’

নিজেকে ‘নিম্নবিত্ত শ্রেণির প্রতিনিধি’ হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমি সংসদে যেতে চাই গরিব, প্রান্তিক ও অবহেলিত মানুষদের প্রতিনিধি হয়ে। কারণ দেশের আসল শক্তি তাদের মধ্যেই আছে। তারা দিনরাত কাজ করে দেশ এগিয়ে নিচ্ছে, অথচ রাষ্ট্রীয় সেবায় সবচেয়ে বঞ্চিত তারা। তাদের জন্য কাজ করাই আমার লক্ষ্য।’

হিরো আলম রাজনীতিকে অসহায় মানুষের অধিকারের আন্দোলন হিসেবে দেখেন। তিনি বলেন, ‘রাজনীতি হোক সেই মানুষগুলোর জন্য, যারা এখনো ন্যায্য অধিকার থেকে বঞ্চিত।’

ঢাকা ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, বারিধারা, মহাখালী ও মিরপুরের কিছু অংশ নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন। হিরো আলম এই আসনে আগেও অংশ নিয়েছিলেন—অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুর পর অনুষ্ঠিত উপনির্বাচনে। নির্বাচনের দিন হামলার শিকার হয়ে তিনি তখন দেশ-বিদেশে আলোচনায় আসেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডসসহ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা যৌথ বিবৃতিতে হামলার নিন্দা জানান। জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসও টুইট করে ঘটনার নিন্দা জানান।

এর আগে ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে হিরো আলম বগুড়া থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাইয়ে তা দুই দফা বাতিল হলেও পরে আদালতের আদেশে প্রার্থিতা ফিরে পান। সিংহ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন, কিন্তু ভোটের দিন কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দেন।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!