এনসিপি এখনও জোটে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি, প্রার্থী বাছাই চলছে: নাহিদ ইসলাম

রাজশাহীর পর্যটন মোটেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম
রাজশাহীর পর্যটন মোটেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম  © টিডিসি ফটো

‌‘৯০-এর ভুল আমরা করব না, ৯০-এর পুনরাবৃত্তি আর হতে দেব না। সেজন্য আমরা সনদ অনুষ্ঠানে স্বাক্ষর করিনি।’ মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজশাহীর পর্যটন মোটেলে সমসাময়িক রাজনীতি নিয়ে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহবায়ক নাহিদ ইসলাম। তার দল এখনও জোটে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি, দলীয় প্রার্থী বাছাই চলছে বলেও তিনি জানান।

তিনি বলেন, ‘আমরা সংস্কার চাই, সাক্ষর করার জন্যই অপেক্ষা করছি। জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ আছে। সরকারের জায়গা থেকে যখন নিশ্চিত করা হবে। সেই মাত্র আমরা জুলাই সনদ সাক্ষর করব। আমাদের যদি নির্বাচনে বাধা দেওয়া হয়, চাপ পরিকল্পনা করা হয়- তাহলে আমাদের রাজপথে অবস্থান হবে। কিন্তু আমরা সেটা চাই না। আমরা গণতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যেতে চাই।’

নাহিদ ইসলাম বলেন, ‘শাপলা প্রতীক না দেওয়াটা নির্বাচন কমিশনের একটা স্বেচ্ছাচারিতা। নির্বাচন কমিশন কোনও ব্যাখ্যা ছাড়াই মনোবাসনা চাপিয়ে দিতে চাই। আমরা ধরে নেব নির্বাচন কমিশন অন্য কোনও শক্তির দ্বারাই পরিচালিত হচ্ছে। এ নির্বাচন কমিশন স্বাধীন নাই, ন্যায়বিচার করতে সক্ষম নয়। এ কমিশন আইন নিশ্চয়ই পরিচালিত হচ্ছে না। তাই এমন একটি নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা, এ বিষয়ের জনগণের মাঝে প্রশ্ন তৈরি হবে।’

তিনি আরও বলেন, ‘শাপলা যদি আইনি ব্যাখ্যা দেওয়া হয়, তাহলে আমরা অন্য প্রতীক নিতে রাজি আছি। তবে শাপলা প্রতীক  আইনি কোন বাধা নেই। যদি এটি রাজনৈতিকভাবে আমাদেরকে আদায় করে নিতে হয়, আমাদেরকে অংশগ্রহণ হিসেবে বাধা দেওয়া হয়, তাহলে রাজপথে আমাদের একমাত্র জায়গা হবে। কিন্তু আমরা সেটা চাই না। আমরা গণতান্ত্রিকভাবে সামনের দিকে এগোতে চাই।’

আরও পড়ুন: হিজাব নিয়ে মন্তব্যের ব্যাখ্যা, আবেগি পোস্টে যা বললেন রাবি অধ্যাপক

নির্বাচনী কার্যক্রম থামিয়ে রাখেননি জানিয়ে তিনি বলেন, ‘আমাদের প্রার্থী বাছাই চলছে। আমরা খুব শিগগরিই প্রার্থী তালিকা ঘোষণা করবো। আমরা চাই, আগামী সংসদে তরুণদের ভয়েস থাকবে সংসদে। বাংলাদেশের গ্রহণযোগ্য মানুষ যারা সামাজিককে নিয়ে কাজ করতে চায়, রাজনীতিতে যাদের সুযোগ হয়নি কখনো। সে ধরনের মানুষকে আমরা উঠিয়ে আনতে চাই।’

এ সময় উপস্থিত ছিলেন, দলের উত্তরাঞ্চলর মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!