অভিন্ন দাবিতে ফের মাঠে নামছে জামায়াতসহ ছয় রাজনৈতিক দল

০১ অক্টোবর ২০২৫, ০২:৩০ PM , আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ০২:৩৩ PM
ছয় রাজনৈতিক দলের লোগো

ছয় রাজনৈতিক দলের লোগো © টিডিসি

বাংলাদেশ জামায়াত ইসলামীসহ ছয়টি রাজনৈতিক দল জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী সংসদ নির্বাচন আয়োজনসহ একাধিক দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে। এসব দলগুলোর মধ্যে জামায়াত ছাড়াও রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

দাবিগুলোর মধ্যে অন্যতম হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন, জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু করা, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড বা সমান সুযোগ নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার, এবং স্বৈরাচারের সহযোগী হিসেবে জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা। দলগুলো তাদের দাবির আদায়ে গণসংযোগ, গণমিছিল এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশের মতো নানা কর্মসূচি বাস্তবায়ন করবে বলে জানা গেছে।

আরও পড়ুন: শিক্ষকদের শতাংশ হারে বাড়ি ভাড়ার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে যাবে রবিবার

কর্মসূচি বাস্তবায়নে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস ও জাগপা ১ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত সারা দেশে গণসংযোগ, মতবিনিময় সভা, গোলটেবিল বৈঠক এবং সেমিনারের মতো কার্যক্রম চালাবে। নেজামে ইসলাম পার্টি ২ থেকে ৯ অক্টোবর পর্যন্ত গণসংযোগ এবং প্রচারপত্র বিতরণের কর্মসূচি পালন করবে। একই সঙ্গে খেলাফত আন্দোলনও প্রচারপত্র বিলি এবং গণসংযোগের কর্মসূচি ঘোষণা করেছে।

এর আগে একই দাবিতে প্রথম দফায় রাজধানীসহ সারা দেশে দলগুলো সেপ্টেম্বরের ১৮, ১৯ ও ২৬ তারিখে বিক্ষোভ সমাবেশ করে। চার দিনের মাথায় গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) আলাদা সংবাদ সম্মেলন ও গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে নতুন কর্মসূচির কথা জানায় দলগুলো।

এছাড়া ১০ অক্টোবর রাজধানীসহ সব বিভাগীয় শহরে পৃথক গণমিছিল অনুষ্ঠিত হবে, যার মধ্যে খেলাফত আন্দোলন ও নেজামে ইসলাম পার্টির কর্মসূচি শুধু ঢাকা শহরে অনুষ্ঠিত হবে। ১২ অক্টোবর সারা দেশে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশের কর্মসূচি পালন করবে জামায়াত, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস ও জাগপা।

টালমাটাল অবস্থা কাটিয়ে আজ মাঠে ফিরছে বিপিএল
  • ১৬ জানুয়ারি ২০২৬
ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করল যুক্তরাষ্ট্র
  • ১৬ জানুয়ারি ২০২৬
৪৫ আসন সমস্যা নয়, ভিন্ন ভয় ইসলামী আন্দোলনের
  • ১৬ জানুয়ারি ২০২৬
আজ পবিত্র শবে মেরাজ
  • ১৬ জানুয়ারি ২০২৬
ভারতের বিপক্ষে আধিপত্য দেখিয়ে জয় তুলে নিল বাংলাদেশ
  • ১৬ জানুয়ারি ২০২৬
আজ রাজধানীতে কোথায় কী
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9