ইসলামী ব্যাংক ইস্যুতে বিবৃতি দিল জামায়াতে ইসলামী

৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১১ PM , আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২১ PM
ইসলামী ব্যাংক ও জামায়াতে ইসলামী

ইসলামী ব্যাংক ও জামায়াতে ইসলামী © লোগো

ইসলামী ব্যাংকের চাকরি ইস্যুতে বিবৃতি দিল জামায়াতে ইসলামী চট্টগ্রাম। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী, চট্টগ্রাম উত্তর জেলা ও চট্টগ্রাম দক্ষিণ জেলার নেতৃবৃন্দের এক যৌথ বিবৃতি বলা হয়, সম্প্রতি ইসলামী ব্যাংকের পক্ষ থেকে বিপুল সংখ্যক কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত ও ওএসডি করার খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে জামায়াতে ইসলামী। এ পরিস্থিতিতে চট্টগ্রামের হাজার হাজার পরিবার উদ্বিগ্ন এবং উৎকণ্ঠার মধ্যে সময় অতিবাহিত করছে।

যৌথ বিবৃতিতে বলা হয়, হঠাৎ করে হাজারো কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত তাদের জীবন-জীবিকা ও পরিবার-পরিজনের জন্য ভয়াবহ সংকট তৈরি করবে। এ ধরনের পদক্ষেপ দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতের স্থিতিশীলতার জন্যও হুমকি স্বরূপ। তাই আমরা ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই—মানবিক ও যৌক্তিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করে  আইনানুগ প্রক্রিয়ায় বর্তমান সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির অবসান করা।

‘‘একই সঙ্গে আমরা লক্ষ্য করছি, একটি চক্র নানা সময় ইসলামী ব্যাংককে বিতর্কিত করার অপচেষ্টা চালিয়ে আসছে। ষড়যন্ত্রমূলক অপপ্রচারের মাধ্যমে ব্যাংকটির ভাবমর্যদা ক্ষুণ্ণ করার এই তৎপরতার আমরা তীব্র নিন্দা জানাই।’’

আরও পড়ুন: পরীক্ষায় অংশ না নেওয়ায় ৪৯৫৩ জনকে ওএসডি, আরও ২০০ জনকে চাকরিচ্যুত

যৌথ বিবৃতিতে আরও বলা হয়, আমরা আশা করি, ব্যাংকের গ্রাহকরা যেন কোনোভাবেই ভোগান্তির শিকার না হন এবং দেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংক তার স্থিতিশীলতা ও সেবার মান বজায় রাখবে।

‘‘জামায়াতে ইসলামী পুনরায় জোর দিয়ে বলছে— দেশের আর্থ-সামাজিক স্বার্থ ও হাজারো কর্মকর্তা-কর্মচারীর জীবন-জীবিকার বিষয়কে সর্বোচ্চ বিবেচনায় নিয়ে কেউ যাতে অ‍ন‍্যায়ভাবে ক্ষতিগ্রস্ত না হয় ইসলামী ব্যাংক কর্তৃপক্ষকে দ্রুত জরুরি পদক্ষেপ গ্রহণ করার জন‍্য নেতৃবৃন্দ উদাত্ত আহবান জানান।’’

বিবৃতিদাতারা হলেন-জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী, উত্তর জেলা আমীর আলাউদ্দিন সিকদার, চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক ও চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি আব্দুল জব্বার।

বাসে হামলাকারী সাত কলেজ শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ঢাবির মুহসীন হলে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ জোন উদ্বোধন
  • ১৬ জানুয়ারি ২০২৬
ঢাবিতে হলের ছাদে গাঁজা সেবনের সময় ছাত্রদলকর্মীসহ আটক ৪
  • ১৬ জানুয়ারি ২০২৬
ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ গেল প্রধান শিক্ষকের
  • ১৬ জানুয়ারি ২০২৬
বাউফলে নির্বাচন ঘিরে সহিংসতা, পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি-জা…
  • ১৬ জানুয়ারি ২০২৬
‘আজকের এই ঐক্য দেখলে আমি শিওর হাদি অনেক খুশি হতো’
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9