‘আ. লীগের উপর সকল ধরনের মব, সকল জায়গাতে জায়েজ হলো’

আখতার হোসেনকে লক্ষ করে ডিম নিক্ষেপ
আখতার হোসেনকে লক্ষ করে ডিম নিক্ষেপ   © সংগৃহীত

আ. লীগের উপর সকল ধরনের মব সকল জায়গাতে জায়েজ হলো বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মোহাম্মদ তুহিন ফারাবী।

আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্টে এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, ‘ভারতীয় লীগের যারা যুক্তরাষ্ট্রে জুলাই গণ-অভ্যুত্থানের নেতাদের উপর হামলা চালাচ্ছে তাদের বিরুদ্ধে সেখানকার কনস্যুলেট যদি দ্রুত সময়ে এই মবের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়। এখন থেকে আদালত প্রাঙ্গণ থেকে শুরু করে যেখানে আওয়ামী লীগ পাওয়া যাবে সেখানেই ডিম থেকে শুরু করে সকল ধরনের ‘মব’ হবে।’

তিনি বলেন, ‘লীগের উপর সকল ধরনের মব ,সকল জায়গাতে জায়েজ হলো।’

তুহিন ফারাবী বলেন, ‘আওয়ামী সন্ত্রাসীরা যারা বিদেশে এসব করছে তাদের বিস্তারিত এবং দেশে  তাদের কি অবস্থা এসব বিষয়ে বিস্তারিত সামনে নিয়ে আসা উচিৎ।’

তিনি বলেন, ‘২-হাজার মানুষ হত্যা করার পরও বাংলাদেশে লীগারদের শান্তিতে ঘুমোতে দেয়া সেনা প্রধান ও স্বরাষ্ট্র উপদেষ্টা বান্দির পুতরেও ধন্যবাদ জানানো উচিৎ। আর যুক্তরাষ্ট্র বিএনপি অবশ্যই প্রশংসার দাবী রাখে, মির্জা ফখরুল সাহেব ও আখতারদের নিয়ে এত সুন্দর গেইম খেলার জন্য।’

এর আগে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ১টার দিকে যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে এ হামলার ঘটনা ঘটে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে একটি পোস্ট দিয়েছেন দলের যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা। হামলার সময় তিনি আখতারের পাশেই ছিলেন।

এ ঘটনার ৫ ঘন্টার মধ্যে পুলিশ অভিযান চালিয়ে জ্যাকসন হাইটস থেকে মিজান চৌধুরী নামে এ ব্যক্তিকে আটক করে পুলিশ। আটক ব্যক্তি আওয়ামী লীগের কর্মী বলে জানা গেছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য যুক্তরাষ্ট্র প্রবাসী গিয়াস আহমেদ ও কুষ্টিয়া জেলা সমিতি-ইউএসএ'র সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, ড. ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি দলে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ তাহের, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।


সর্বশেষ সংবাদ