ঢাকা-৮ আসনে ওসমান হাদী, বিএনপি-জামায়াতের প্রতিদ্বন্দ্বী কারা?

২০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৯ PM
শরিফ ওসমান হাদী, বিএনপি ও জামায়াতের লোগো

শরিফ ওসমান হাদী, বিএনপি ও জামায়াতের লোগো © টিডিসি সম্পাদিত

রাজধানীর গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত ঢাকা-৮ আসন থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী। রাজধানীর মতিঝিল, রমনা, শাহবাগ, পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে গঠিত এই আসনকে ঢাকার রাজনীতির প্রাণকেন্দ্র হিসেবেই বিবেচনা করা হয়।

শরিফ ওসমান হাদী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তার নির্বাচনী পরিকল্পনার ঘোষণা দেন। তিনি লেখেন, ‘ঢাকা-৮ এর ভাই-বোনেরা, শাহবাগ মোড়ে মিলাদ পড়ে আগামী সপ্তাহে আমার নির্বাচনি জার্নির বিসমিল্লাহ বলবো।’ তিনি আরও জানান, আগামী শুক্রবার থেকে প্রতিদিন বিকেলে তিনি এলাকার অলিগলিতে ঘুরে জনগণের পরামর্শ শুনবেন, চা-সিঙ্গারা খাবেন এবং প্রয়োজনীয় নোট নেবেন।

শরিফ ওসমান হাদীর নেতৃত্বে গড়ে উঠা ইনকিলাব মঞ্চ হলো ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থান থেকে অনুপ্রাণিত একটি সাংস্কৃতিক সংগঠন। ওই আন্দোলনের ছাত্র-জনতার ভাবধারায় পরিচালিত এই মঞ্চ প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছে।

এদিকে ঢাকা-৮ আসনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।

ঢাকা-৮ আসনে বিএনপির ধানের শীষের কান্ডারি হওয়ার আলোচনায় রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, তার স্ত্রী ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। এছাড়া এ দুই আসনের প্রার্থী হিসেবে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী সোহেল ও দলের নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশীদ হাবীবের নামও শোনা যাচ্ছে।

ঢাকা-৮ আসন দীর্ঘদিন ধরেই দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে আওয়ামী লীগের কে এম শামসুল হুদা নির্বাচিত হন। এরপর ১৯৭৯ সালে বিএনপির মো. আবদুল হাই, ১৯৮৬ সালে জাতীয় পার্টির মোহাম্মদ হারুন অর রশিদ এবং ১৯৮৮ সালে আনোয়ার হোসেন নির্বাচিত হন।

১২ বছর পর ১৯৯১ সালে বিএনপি ফের এ আসনটি দখলে নেয়। ওই বছর মীর শওকত আলী বিএনপির টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালে আওয়ামী লীগের হাজী মোহাম্মদ সেলিম জয়ী হয়ে বিএনপিকে হারান। তবে ২০০১ সালের নির্বাচনে মাত্র ১ হাজার ৯২ ভোটের ব্যবধানে বিএনপির নাসিরউদ্দিন আহমেদ পিন্টু আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করেন।

২০০৮ সালে মহাজোটের অংশ হিসেবে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন নৌকা প্রতীক নিয়ে ঢাকা-৮ থেকে নির্বাচিত হন। এরপর ২০১৪ এবং ২০১৮ সালেও তিনি জয় পান। এভাবে টানা ১৫ বছর এ আসনের সাংসদ ছিলেন মেনন।

১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে এই আসনে ভোটের লড়াই ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। যেখানে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের প্রার্থীরা উল্লেখযোগ্য সংখ্যক ভোট পেতেন। তবে সাম্প্রতিক নির্বাচনে এ চিত্র অনেকটাই একমুখী হয়ে পড়েছে।

ডাকসুর বাজেট সংকটে ইশতেহার বাস্তবায়নে সংশয়, হিসাব নেই ৩০ বছ…
  • ১৭ জানুয়ারি ২০২৬
সোমবার থেকে তাহসানের উপস্থাপনায় গেম শো
  • ১৭ জানুয়ারি ২০২৬
চুয়েট ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার জানাল কর্তৃপক্ষ
  • ১৭ জানুয়ারি ২০২৬
‘আমি না বললে এলাকা থেকে বের হতে পারবেন না’
  • ১৭ জানুয়ারি ২০২৬
প্রাথমিকে নিয়োগ পরীক্ষার ফল রোববার! আসনপ্রতি টিকছে ৩ থেকে ৫…
  • ১৭ জানুয়ারি ২০২৬
১৩১ শিক্ষার্থীকে বৃত্তি দিলো দ্যা স্কলারস ফাউন্ডেশন
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9