হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা টুটুল গ্রেপ্তার
- রংপুর প্রতিনিধি
- প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩০ PM , আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৫ PM
রংপুরের মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক ও চেংমারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল কবির টুটুল (৪৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে তাকে রংপুর মেট্রোপলিটন আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃত রেজাউল কবির টুটুল রংপুরের মিঠাপুকুর উপজেলার জালাদীপুর (মধ্যপাড়া) গ্রামের বাসিন্দা এবং আব্দুল ফাত্তাহ'র ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের ১৮ জুলাই রংপুর নগরীর মর্ডাণ মোড়ে ছাত্র-জনতার উপর সশস্ত্র হামলা ও গুলি বর্ষণের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি রেজাউল কবির টুটুল। ঘটনার পর ৫ আগস্ট থেকে তিনি আত্মগোপনে চলে যান।
সোমবার রাত দশটার দিকে রংপুর নগরীর আরকে রোডের জনতা ক্লিনিকের সামনে থেকে তাকে আটক করে পুলিশ।
আরও পড়ুন: ডাকসু, জাকসুর প্রভাব কী চাকসু নির্বাচনে পড়বে, যা বলছেন ছাত্রনেতারা
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে টুটুল পলাতক ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, সহিংসতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডসহ একাধিক অভিযোগে মামলা রয়েছে।
আটকের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ রংপুর জেলা শাখার সদস্য সচিব তানজিম আলম তাসিম ও মুখ্য সংগঠক মাহমুদুর রহমান লিওনসহ জুলাই আন্দোলনের যোদ্ধারা। তারা টুটুলকে হাতেনাতে ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে।