নুরের সর্বশেষ শারীরিক অবস্থা জানালেন ঢামেক পরিচালক

৩১ আগস্ট ২০২৫, ০২:৫৯ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৬ AM
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর © সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন, গণঅধিকার পরিষদের সভাপতি ঢাকা মেডিকেল কলেজ (র শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তবে এখনও কিছু শারীরিক জটিলতা রয়ে গেছে।

রোববার (৩১ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঢামেক পরিচালক এ তথ্য জানান। তিনি বলেন, ‌নুরুল হক নুর বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। যদিও তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু তিনি এখনও পুরোপুরি সুস্থ নন।'

আরও পড়ুন: স্বতন্ত্র ‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর’ গঠন কতটা জরুরি

পরিচালক জানান, নুরের মোট চারটি শারীরিক সমস্যা শনাক্ত হয়েছে—নাকের হাড় ভেঙে যাওয়া, চোয়ালের হাড় ভেঙে যাওয়া, চোখে গুরুতর আঘাত এবং মস্তিষ্কে রক্তক্ষরণ। তবে চিকিৎসার ফলে মস্তিষ্কের রক্তক্ষরণ ধীরে ধীরে কমে আসছে বলে আশ্বস্ত করেছেন তিনি।

তিনি আরও বলেন, ‌‌‌সিটি স্ক্যানের সর্বশেষ রিপোর্ট ইতিবাচক এসেছে। যদিও নুর এখনও কিছুটা ট্রমায় রয়েছেন, তবে ধাপে ধাপে তার অবস্থার উন্নতি হচ্ছে।'

নুরের চিকিৎসায় ৬ সদস্যের একটি মেডিকেল বোর্ড কাজ করছে জানিয়ে ঢামেক পরিচালক বলেন, ‌আমাদের চিকিৎসকরা নিয়মিত তার অবস্থা পর্যবেক্ষণ করছেন।'

উল্লেখ্য, গত শুক্রবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে রাজধানীর আল রাজী টাওয়ারের সামনে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় নুরসহ বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন। পরে সংগঠনের নেতাকর্মীরা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

১১ দলীয় জোট বিজয়ী হলে এনআইডি কার্ডেই সকল সেবা নিশ্চিত হবে: …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন গণঅধিকারের এমপি প্রার্থী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
​পটুয়াখালী-৩: নুর ও মামুনের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সংঘর…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জেলা কারাগার থেকে হাজতির পলায়ন, ডেপুটি জেলারসহ বরখাস্ত ৮
  • ৩১ জানুয়ারি ২০২৬
আরও কমল জ্বালানি তেলের দাম
  • ৩১ জানুয়ারি ২০২৬
ছাত্রদল নেতার ছুরিকাঘাতে নারী ব্যবসায়ীর মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬