মুক্তিযুদ্ধ আমাদের প্রেরণার উৎস, চব্বিশের গণঅভ্যুত্থান আমাদের চেতনা: প্রিন্স
- ময়মনসিংহ প্রতিনিধি
- প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ০৬:১৮ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ০১:০৫ PM
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘একাত্তরের মুক্তিযুদ্ধ আমাদের প্রেরণার উৎস। চব্বিশের গণঅভ্যুত্থান আমাদের আমাদের চেতনা। চেতনাগুলো ধারণ করে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। দুই চেতনাকে ধারণ করে আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই, যা হবে বৈষম্যহীন একটা বাংলাদেশ। চব্বিশের গণঅভ্যুত্থান ছিল আংশিক। পরিপূর্ণ বিজয় আমাদের তখনই হবে, যখন আমরা গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবে। জনগনের শাসন যখন প্রতিষ্ঠা হবে, তখনই আমাদের পরিপূর্ণ বিজয় অর্জন হবে।’
রবিবার (২৭ জুলাই) ময়মনসিংহের টাউন হলে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বর্ষপূর্তিতে বিএনপির গ্রাফিতি অঙ্কন ও গণসংগীত কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
এমরান সালেহ প্রিন্স বলেন, ‘এক বছর একটা দীর্ঘ সময়। আমরা নিজেরাও ভাবি নাই নির্বাচন করতে এত সময় লেগে যাবে। তারপরও আমরা দেখতে পাচ্ছি সরকার নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। আনরা আশা করছি, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই দেশে একটি প্রতিদ্বন্ধিতাপূর্ণ নির্বাচনের আয়োজন করবে। আমরা এই নির্বাচনের মাধ্যমে আমরা যে নতুন সরকার বা সংসদ পাব সেই সরকার এই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা তা বাস্তবানের সুযোগ পাব।’
তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। বহু মতের রাজনীতি বহু মতের রাজনীতি বিএনপির হাত ধরে বাংলাদেশে এসেছে। রাজনীতিতে অশুভ আচরণ, অশ্লীল বাক্য এবং কারেও চরিত্রহরণ করা রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত না।
ময়মনসিংহে কেন্দ্রীয় ও বিভাগীয় বিএনপির নেতারাসহ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা নগরীর বিভিন্ন মোড়ে দেয়ালে গ্রাফিটি অঙ্কনে অংশ নেন এবং পরে টাউনহল চত্বরে মুক্তমঞ্চে আয়োজিত গণসংগীততে অংশ নেন।