স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

খালেদা জিয়া
খালেদা জিয়া   © সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হচ্ছে। বুধবার (২৩ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, চেয়ারপারসনের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তাঁকে রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে। তাঁর চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদলের নেতৃত্বে থাকবেন অধ্যাপক জাহিদ হোসেন।

দীর্ঘদিন ধরেই বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস, কিডনি, হৃদরোগ, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের আমলে তিনি দীর্ঘ সময় কারাবন্দি ছিলেন। সে সময় তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার আবেদন সরকার অগ্রাহ্য করে, যা চিকিৎসাপ্রক্রিয়ায় বড় বাধা হয়ে দাঁড়ায়।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী সরকারের পতনের পর উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি লন্ডনে যান খালেদা জিয়া। হিথ্রো বিমানবন্দরে অবতরণের পর সরাসরি ভর্তি হন লন্ডন ক্লিনিকে। সেখানে ১৭ দিন চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শে তিনি কিংস্টনে বড় ছেলে তারেক রহমানের বাসায় যান। হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার সময় চিকিৎসকেরা জানিয়েছিলেন, তার বয়স ও শারীরিক অবস্থার বিবেচনায় লিভার ট্রান্সপ্লান্টের বিষয়ে এখনও নিশ্চিত সিদ্ধান্তে আসা যায়নি।

চিকিৎসা শেষে তিন মাস পর, গত ৬ মে তিনি দেশে ফেরেন। এখনো তিনি নিয়মিত চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।


সর্বশেষ সংবাদ