মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে এনসিপি শোকাহত: আখতার হোসেন

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন  © সংগৃহীত

মাইলস্টোন কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় রাজধানীর রূপায়ন টাওয়ারে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এই শোক বার্তা প্রদান করেন।

এ সময় আখতার হোসেন বলেন, ‘এটি অত্যন্ত কষ্টকর এবং হৃদয়বিদারক ঘটনা। যারা এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, বিশেষ করে যারা আহত হয়ে বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন, তাদের পরিস্থিতি অত্যন্ত শোকাবহ। আমরা আল্লাহর কাছে দোয়া করি, যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবার যেন এই অপ্রত্যাশিত শোক সহ্য করার শক্তি ও ধৈর্য পায়। আর যারা আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন, তারা যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।’

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৩, আক্রান্তও বেড়েছে

তিনি আরও বলেন, ‘এই দুর্ঘটনা শুধু আক্রান্ত পরিবারের জন্য নয়, দেশের সকল মানুষের জন্য একটি বড় শোক। আমরা গভীরভাবে তাদের পাশে আছি এবং তাদের কষ্ট ভাগাভাগি করতে চাই।’

এনসিপির পক্ষ থেকে দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের প্রতি সমবেদনা জানানো হয়েছে। তারা আশা প্রকাশ করেন, দ্রুত এবং যথাযথ চিকিৎসার মাধ্যমে আহতরা সুস্থ হয়ে উঠবেন। 

এছাড়া, এনসিপির পক্ষ থেকে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তা এবং পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের জন্য সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

 

 

 

 


সর্বশেষ সংবাদ