নাসির উদ্দীনকে প্রকাশ্যে ক্ষমা চাইতে ২৪ ঘন্টার আল্টিমেটাম

২০ জুলাই ২০২৫, ১২:০৩ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ১২:৫২ PM
সালাউদ্দিন আহমেদকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ফুঁসে বিএনপি

সালাউদ্দিন আহমেদকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ফুঁসে বিএনপি © টিডিসি

গত ১৯ জুলাই এনসিপির সমাবেশে দলটির মুখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারীর বিরুদ্ধে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে ‘গডফাদার’ বলাসহ কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ অভিযোগ এনে তাকে প্রকাশ্যে ক্ষমা ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা। এর আগে এনসিপির মঞ্চ ভাংচুরের পাশাপাশি দলটির ব্যানার-পোস্টার ছেঁড়েন দলটির নেতাকর্মীরা।

অন্যদিকে বিএনপির নেতাকর্মীরা জানিয়েছেন, একজন জাতীয় নেতা ও জেলার সম্মানিত ব্যক্তিত্বকে নিয়ে প্রকাশ্যে এমন কুরুচিকর বক্তব্য মেনে নেওয়া যায় না। এ ঘটনায় গতকাল বিকেল থেকেই কক্সবাজার শহরসহ রামু, চকরিয়া, টেকনাফ, উখিয়া, পেকুয়া ও কুতুবদিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে আজ (রবিবার) বিকেল ৩টায় জেলা বিএনপির উদ্যোগে বড় পরিসরে প্রতিবাদ মিছিল আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে। এ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। দলীয় সূত্র জানিয়েছে, এই মিছিল কক্সবাজার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে ।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রস্তুত রয়েছি। এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শহরে পুলিশ টহল ইতোমধ্যে বাড়িয়েছি, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সুযোগ নেই।’

নির্বাচনে সারা দেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন থ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
মিয়ানমারে নির্বাচনের সময় জান্তার বিমান হামলায় নিহত অন্তত ১৭০
  • ৩১ জানুয়ারি ২০২৬
সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫
  • ৩১ জানুয়ারি ২০২৬
ভাইভায় ধরা পড়ল হাতের লেখার অমিল, নারী প্রার্থীকে বাসা থেকে …
  • ৩১ জানুয়ারি ২০২৬
৫০তম বিসিএসের ২০০ প্রশ্নে ১৭৭ বানান ভুল
  • ৩১ জানুয়ারি ২০২৬