জামায়াতের আমিরের সুস্থতা কামনায় সারজিসের ফেসবুক পোস্ট

১৯ জুলাই ২০২৫, ০৭:৩১ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ১০:২৮ PM
ডা. শফিকুর রহমান ও সারজিস আলম

ডা. শফিকুর রহমান ও সারজিস আলম © সংগৃহীত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সমাবেশে বক্তব্য দিতে গিয়ে পড়ে যান জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এ সময় উঠে দাঁড়িয়ে ফের বক্তব্য দিতে গেলে দ্বিতীয় পড়ে যান তিনি। এ সময় স্টেজে শুয়ে পড়েন তিনি। এ সময় স্টেজ থেকে চিকিৎসকদের বরাত দিয়ে জানানো হয়, তার পক্ষে আর বক্তব্য দেওয়া ঠিক হবে না। যদিও এরপরও বসেই তিনি বক্তৃতা শুরু করেন।

আজ শনিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) উত্তরাঞ্জলের মুখ্য সংগঠক সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দেন।

পোস্টে সারজিস আলম লেখেন, ‘আল্লাহ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীরকে সুস্থতা ও নেক হায়াত দান করুন।’

তার পোস্টে এবি জুবাইর নামে একজন মন্তব্য করেন, ‘জামায়াতের আমীরের আশু সুস্থতা কামনা করছি। জীবনের শেষভাগে এসেও কঠোর পরিশ্রম করে যাচ্ছেন মানুষটা। তার অসুস্থতা নিয়েও যারা মকারি করছেন তাদের মানসিক সুস্থতা কামনা করছি। সত্যি বলতে কিছু বোকাচন্দ্ররে দেখলেই মনে হয় আল্লাহ এরে পাঠাইসেই মানুষের ধৈর্য পরীক্ষা করার জন্য। জামায়াতের আমীরের বয়স বর্তমানে ৬৬ প্লাস। এরকম বয়োজ্যেষ্ঠ এই মানুষটার হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া নিয়েও একটা গ্রুপ ট্রোল করছে! মকারি করছে!’

আরও পড়ুন: বক্তব্য দিতে গিয়ে দু’দফায় পড়ে গেলেন জামায়াতে আমির, বসেই বক্তৃতা

মো. জহির রায়হান রিপন নামের একজন মন্তব্য করেন, ‘সুস্থতা ,অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে আসে,,,যারা ট্রল করছে তাদের জ্ঞানের সীমাবদ্ধতা রয়েছে।। সুস্থতা কামনা করছি।’

মো. আবদুল করিম লেখেন, ‘৫ আগস্টের পর থেকে উনি সবচেয়ে বেশি পরিশ্রম করছে রাজনীতিবিদ দের মধ্যে। তার সুস্থতা কামনা করতেছি।’

রেদওয়ান রাকিব নামের একজন মন্তব্য করেন, ‘এই বয়সেও লোকটা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। জেলায় জেলায় ঘুরে সমাবেশে বক্তৃতা দিচ্ছে। আল্লাহ নেক হায়াত দান করুক, সুস্থতা দান করুক।’

ঢাবিতে তরুণদের কানে ধরিয়ে উঠবস করানোর কারণ জানালেন সর্ব মিত…
  • ২৬ জানুয়ারি ২০২৬
‘সাদ্দামের লগে কী করছস’ বলে বাগেরহাটের ডিসি-এসপিকে হুমকি
  • ২৬ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’ জিতলে সংবিধানে যা যা বদলে যাবে, নতুন যুক্ত হ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
আজ কুষ্টিয়ায় যাচ্ছেন জামায়াত আমির
  • ২৬ জানুয়ারি ২০২৬
দেড় শতাধিক শিক্ষার্থীদের সাংবাদিকতায় প্রশিক্ষণ দিল কনকসাস
  • ২৬ জানুয়ারি ২০২৬
আ.লীগ নেতাকে ধরতে যাওয়া পুলিশের ওপর হামলা, ৩ এসআই আহত
  • ২৬ জানুয়ারি ২০২৬