‘গাড়িপ্রতি চাঁদা ৫০০ টাকা’— তারেক রহমান-মির্জা ফখরুলকে যা লিখলেন সারজিস

তারেক রহমান, সারজিস আলম ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর
তারেক রহমান, সারজিস আলম ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর  © সংগৃহীত

‘লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় সরকার অনুমোদিত পাথর ও বালুর সাইট থেকে দেশের বিভিন্ন স্থানে পাথর ও বালি পরিবহনকারী গাড়িগুলোকে থামিয়ে নিয়মিতভাবে গাড়িপ্রতি ৫০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হচ্ছে। এভাবে প্রতি দিন লক্ষ লক্ষ টাকা লুটপাট করা হচ্ছে — আর এসব কাজ করা হচ্ছে বিএনপির নাম ভাঙিয়ে।’ 

বৃহস্পতিবার (৩ জুলাই) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে  দেওয়া  এক পোস্টে এ তথ্য তুলে ধরেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ওই পোস্টে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ট্যাগ করেছেন। 

পোস্টে সারজিস লেখেন,ক‘আজকে পাটগ্রাম উপজেলার ইউএনও সেই চাঁদাবাজদের মধ্য থেকে দুইজনকে ধরে এনে শাস্তি হিসেবে এক মাসের জেল দেয়। পরবর্তীতে বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের কয়েক শ নেতাকর্মী এসে থানা ঘেরাও করে, ভাঙচুর করে এবং ওই চাঁদাবাজদেরকে ছিনিয়ে নিয়ে যায়! জেলা পুলিশ সুপার পার্শ্ববর্তী হাতীবান্ধা থানা থেকে পুলিশের এক্সট্রা ফোর্স সহযোগিতা চাইলে হাতীবান্ধা থানার বিএনপির নেতাকর্মীরা সেই থানাও অবরুদ্ধ করে রাখে।’

তিনি লেখেন, ‘এভাবে বিএনপির নেতাকর্মীরা যদি মাঠ পর্যায়ে ক্ষমতার অপব্যবহার করে চাঁদাবাজি লুটপাট শুরু করে কিংবা চাঁদাবাজদের প্রটেক্ট করে তাহলে দেশ সংস্কার হবে কীভাবে? স্থানীয় লোকজন বলছে সেখানকার যিনি এমপি প্রত্যাশী তার মদদে এসব হচ্ছে। আগে স্থানীয় পর্যায়ের মূল সংগঠনগুলোর নেতাদেরকে কন্ট্রোল করতে হবে, তারপরে দেশ সংস্কার। প্রশাসন এবং পুলিশকে সহযোগিতা করা তো দূরের কথা; জিম্মি করে যে অপকর্ম করা হলো বিএনপি থেকে তার ব্যবস্থা নেওয়া হবে কিনা সেটা এখন দেখার অপেক্ষায়।’

তিনি আরও লেখেন, ‘আমরা বিএনপি'র কথা কিংবা দফা দেখতে চাই না, অপকর্মের বিরুদ্ধে তাদের অবস্থান এবং অ্যাকশন দেখতে চাই। সেটা নিজের দলের নেতাকর্মীর বিরুদ্ধে হলেও।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence