সিইসির সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠক চলছে

সিইসির সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠক
সিইসির সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠক  © সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বুধবার (২৫ জুন) সকাল ১১টায় নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক শুরু হয়।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে এ সাক্ষাৎ করতে আসেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিলের সভাপতি ও জামায়াত নেতা অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার।

বৈঠকে দলটির নিবন্ধন পুনর্বহাল এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

এর আগে মঙ্গলবার (২৪ জুন) নির্বাচন কমিশন জামায়াতে ইসলামীর নিবন্ধন পুনর্বহাল করে এবং তাদের ঐতিহ্যবাহী প্রতীক ‘দাঁড়িপাল্লা’ ফিরিয়ে দেয়। এর ফলে আসন্ন জাতীয় নির্বাচনে দলটি নিজস্ব প্রতীক নিয়ে অংশগ্রহণের বাধা কাটিয়ে উঠেছে।

উল্লেখ্য, ২০০৮ সালে জামায়াতকে ১৪ নম্বর দল হিসেবে নিবন্ধন দিয়েছিল নির্বাচন কমিশন। তবে ২০১৩ সালে আদালতের এক রায়ের ভিত্তিতে দলটির নিবন্ধন বাতিল করা হয়। পরে ২০১৬ সালে সুপ্রিম কোর্টের একটি প্রশাসনিক আদেশ অনুযায়ী দলটির প্রতীক ‘দাঁড়িপাল্লাও’ বাতিল করা হয়।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!