মুফতি আমির হামজার নির্বাচনী প্রচার শুরু, বিশাল শোভাযাত্রা

১৬ জুন ২০২৫, ০৯:৫৬ PM , আপডেট: ১৭ জুন ২০২৫, ০৮:২৪ PM
কুষ্টিয়ায় বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা করেন মুফতি আমির হামজা

কুষ্টিয়ায় বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা করেন মুফতি আমির হামজা © সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি এখনো ঘোষণা না হলেও কুষ্টিয়া-৩ (সদর) আসনে আগেভাগেই প্রচারণা শুরু করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ও ইসলামি বক্তা মুফতি আমির হামজা। সোমবার (১৬ জুন) বিকেলে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নেন তিনি।

বিকেল ৪টার দিকে সদর উপজেলার পাটিকাবাড়ি মোড় এলাকা থেকে শুরু হয় শোভাযাত্রা। এতে সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে অংশ নেন জামায়াতপন্থি নেতাকর্মী ও সমর্থকরা। শোভাযাত্রাটি মনোহরদিয়া, ঝাউদিয়া, গোস্বামী দুর্গাপুর, উজানগ্রাম, পাটিকাবাড়ি, আব্দালপুরসহ ইবি থানার সাতটি ইউনিয়নের প্রধান সড়ক ও জনবহুল এলাকা প্রদক্ষিণ করে। শোভাযাত্রা চলে টানা তিন ঘণ্টা, সন্ধ্যা ৭টা পর্যন্ত।

শোভাযাত্রায় মাইকে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে নানা স্লোগান প্রচার করা হয় এবং ভোটারদের কাছে জামায়াত মনোনীত প্রার্থীর জন্য ভোট চাইতে আহ্বান জানানো হয়।

প্রচার কার্যক্রমে আমির হামজার সঙ্গে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি খাইরুল ইসলাম রবিন, ওলামা বিভাগের জেলা সেক্রেটারি মাওলানা ইয়াসির আরাফাত জিহাদী, জেলা ইউনিট সদস্য আশরাফুল আযাদ বাবলু, ইবি থানা জামায়াতের আমির রফিকুল ইসলাম, সেক্রেটারি আব্বাস আলী ও সহকারী সেক্রেটারি মাওলানা ইব্রাহিম খলিলসহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

আয়োজকরা জানান, পুরো কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। জামায়াত নেতারা আশাবাদ ব্যক্ত করেন, জনগণ ন্যায়বিচার, ইসলামি মূল্যবোধ ও সামাজিক কল্যাণের প্রতীক হিসেবে আগামী সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে সমর্থন জানাবে।

 

 

 

বাবাকে বিক্রি করে কিছু নেবে না ফিরনাস, আগে বিচার চাই: হাদির…
  • ২২ জানুয়ারি ২০২৬
ধানের শীষে ভোট দিন, করব কাজ-গড়ব দেশ: তারেক রহমান
  • ২২ জানুয়ারি ২০২৬
রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে রোগীদের ভোগ…
  • ২২ জানুয়ারি ২০২৬
ক্রীড়া উপদেষ্টার সঙ্গে ক্রিকেটারদের বৈঠকে যেসব আলোচনা হতে প…
  • ২২ জানুয়ারি ২০২৬
নারী কণ্ঠে প্রতারণা করে ৭৬ লাখ টাকার সম্পদ অর্জন, বাজেয়াপ্ত…
  • ২২ জানুয়ারি ২০২৬
মাদ্রাসা প্রধানের পদ শূন্য প্রায় তিন হাজার
  • ২২ জানুয়ারি ২০২৬