তারেক রহমানের দেশে ফিরে আসা নিয়ে যা জানালেন আমীর খসরু

নিরাপত্তা উপদেষ্টা ও আমীর খসরুর যৌথ সংবাদ সম্মেলন
নিরাপত্তা উপদেষ্টা ও আমীর খসরুর যৌথ সংবাদ সম্মেলন  © সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরে আসা নিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘তারেক রহমান সাহেব যখনই ইচ্ছা দেশে ফিরে যেতে পারবেন। সুতরাং এ বিষয়ে আলাদা কোনো আলোচনার প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না।’

শুক্রবার (১৩ জুন) লন্ডনের ডরচেস্টার হোটেলে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত দেড় ঘণ্টার বৈঠকের পর আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এতে অংশ নেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু।

বৈঠকে নির্বাচন, সংস্কার ও রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে আলোচনা হয় বলে জানান উভয় পক্ষ। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী বছরের রমজান শুরুর আগেই জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে সম্মত হয়েছেন প্রধান উপদেষ্টা। তারেক রহমানও এ অবস্থানকে স্বাগত জানান এবং সময়মতো প্রয়োজনীয় সংস্কার ও প্রস্তুতির ওপর গুরুত্ব দেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে খলিলুর রহমান বলেন, ‘নির্বাচনের তারিখ নির্ধারণে কোনো জটিলতা নেই। আমরা আশা করি, নির্বাচন কমিশন দ্রুত একটি তারিখ ঘোষণা করবে।”

এছাড়া ‘জুলাই সনদ’ নিয়েও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন আমীর খসরু। তিনি বলেন, ‘জুলাই সনদ এবং সংস্কার বিষয়ে ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত হবে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এগোতে চাই, একটি নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্য নিয়ে।’

সংবাদ সম্মেলনের এক পর্যায়ে ‘উভয় পক্ষ সন্তুষ্ট কি না’— জানতে চাইলে আমীর খসরু বলেন, ‘নির্বাচনের আগে নয়, বরং পরেও সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। নতুন বাংলাদেশ গড়ার এ পথচলায় আমরা ঐক্যবদ্ধ।’

নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানও বলেন, ‘সন্তুষ্ট না হলে তো যৌথ ঘোষণা আসার কথা নয়।’

উল্লেখ্য, এ বৈঠক এবং এর পরবর্তী ঘোষণাকে ঘিরে দেশের রাজনীতিতে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এই বৈঠক একটি সম্ভাব্য রাজনৈতিক সমঝোতার ইঙ্গিত দিচ্ছে, যার মাধ্যমে আগামী জাতীয় নির্বাচনের পথ সুগম হতে পারে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence